adv
১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি করে কারা ফায়দা নিচ্ছে : শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক : সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি করে কারা ফায়দা নিচ্ছে, তা খতিয়ে দেখা দরকার বলে মনে করেন প্রধানমন্ত্রী  শেখ হাসিনা।শনিবার দুপুরে রাজধানীতে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনায় তিনি বলেন, পৃথিবীর  যেসব মুসলিম দেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী, সেসব দেশেও মুসলমানদের মধ্যে বিভেদ, অস্থিরতা। কারা এই বিভেদ তৈরি করছে? প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মুসলমানদের মধ্যেও এরকম অনৈক্য তৈরির চেষ্টা হয়েছিল। কিন্তু সময়মতো ব্যবস্থা নেয়ায় সেই চক্রান্ত সফল হয়নি। তবে সেই চক্রান্ত বন্ধ হয়নি।ধর্মের নামে কেউ যাতে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে না পারে সে ব্যাপারে দেশের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।শেখ হাসিনা অভিযোগ করেন, যারা মিথ্যা কথা বলে, অন্যায় করে তারাই এখন ইসলামের হেফাজতের কথা বলে।তিনি বলেন, ইসলাম এমন একটি ধর্ম, যা সব সময় শান্তি সৌহার্দ্য অসাম্প্রদায়িকতা ও মানবতার কথা শোনায়। সব ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ  শেখায়। কিছু একটি মহল ধর্মের অপব্যাখা করে মানুষকে বিভ্রান্ত করছে, মানবতাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া