adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশ অগণতান্ত্রিক শাসনের শিকার : মুহাম্মদ ইবরাহিম

মাহফুজউল্লাহ খাঁন(সুমন) : দেশ একটি অগণতান্ত্রিকভাবে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত রাজনৈতিক দলের নিপীড়ন, শোষণ ও শাসনের শিকার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক।বুধবার সকালে জাতীয়  প্রেসক্লাবের সামেন এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।১৯৭১ সালের ১৯ মার্চ জয়দেবপুরের বীর জনতা এবং বীর সৈনিকদের সম্মিলিত প্রতিরোধ সংগ্রামের স্মৃতির প্রতি সম্মান এবং মুক্তিযুদ্ধের মৌলিক চেতনা ও জনগণের অধিকার বাস্তবায়নের জন্য এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ কল্যাণ পার্টি।মানববন্ধনে সৈয়দ ইবরাহিম বলেন, গণতন্ত্র হরণকারী পাকিস্তানি সামরিক জান্তার বিরুদ্ধে  সেকেন্ড বেঙ্গল এবং জয়দেবপুরের জনগণ ওইদিন রুখে দাঁড়িয়েছিল।  সেই চেতনাকে বর্তমান প্রজন্মের মধ্যেও ছাড়িয়ে দিতে হবে।তিনি আরো বলেন, আজ বাংলাদেশ একটি কঠিন সময় পার করছে। দেশ একটি গণতান্ত্রিকভাবে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত রাজনৈতিক দলের নিপীড়ন,  শোষণ ও শাসনের শিকার।তিনি গণতন্ত্র পুনরুদ্ধার ও জননিরাপত্তা নিশ্চিত করার জন্য গনআন্দোলন বেগবান করার আহ্বান জানান।মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাপের  চেয়ারম্যান জেবেল রহমান গাণি, এনপিপির চেয়ারম্যান খোন্দকার  গোলাম মোর্তুজা, এনপিপির মহাসচিব অ্যাডভোকেট ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার সাধারণ সম্পাদক খোন্দকার লুৎফুর রহমান,  ডেমোক্রেটিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া