adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আগুন, ভুমিকম্প থেকে সহজে বাঁচার অদ্ভূত উপায় আবিষ্কার!

timesআন্তর্জাতিক ডেস্ক : অনেক উচু ভবনে আপনার অফিস অথবা বাসা। হঠাত্‍‌ আগুন লাগল। কিংবা ভূমিকম্প। প্রাণের দায়ে দ্রুত বিল্ডিং থেকে বেরোতে চাইবেন সবাই। হুড়োহুড়ি করে সিঁড়ি দিয়ে নামতে গিয়েও বিপদ হতে পারে। পদপিষ্ট বা হয়তো সবাই বেরনোর আগেই ঘটে গেল প্রাণঘাতী বিপদ। সাংহাইয়ের এই বৃদ্ধের আবিষ্কারে এবার বেঁচে যাবেন সকলেই। বিল্ডিং যত বড়ই হোক, দ্রুত বেরিয়ে গিয়ে প্রাণে বাঁচা যাবে। স্রেফ বসে পড়লেই, সোজা নীচে।

৭০ বছর বয়সি ঝউ মিয়াওরং তৈরি করেছেন একটি বিশেষ ইভাকুয়েশন স্লাইড। সিঁড়ির পাশাপাশি থাকবে এই বিশেষ স্লাইড। পার্কের স্লিপের মতো। সিঁড়ি দিয়ে না নেমে, স্লাইডে বসে পড়লেই, পিছলে পৌঁছে যাওয়া যাবে একেবারে ব্লিডিং দরজায়। পরীক্ষা করে দেখা গিয়েছে, মাত্র ২ সেকেন্ডে এক তলায় নেমে যাওয়া সম্ভব। ২৬ তলা একটি বিল্ডিং থেকে বেরোতে সময় লাগছে মাত্র ৯০ সেকেন্ড। অর্থাত্‍, বিপদ এলে মাত্র ১০০ সেকেন্ডের মধ্যে গোটা বিল্ডিং খালি করে দেয়া যাবে।

এই অনবদ্য আবিষ্কারের জন্য ঝউকে পুরস্কৃত করেছে চীনের ন্যাশনাল ন্যাচারাল সায়েন্স ফাউন্ডেশন ও চীন সরকার।-টাইমস অফ ইন্ডিয়া

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া