adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকার যে রাস্তায় যাবেন, সেই রাস্তা আমার করা :এরশাদ

নিজস্ব প্রতিবেদক : ঢাকার সমস্ত রাস্তা করেছি আমি। যে রাস্তায় যাবেন, সেই রাস্তা আমার করা, এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
এসময় তিনি বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় থাকাবস্থায় যে উন্নয়ন হয়েছে তা পরবর্তী কোনো সরকারই করতে পারেনি।
বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা ১৭ আসনে নির্বাচনী প্রচারণার উদ্বোধন করে তিনি একথা বলেন। জীবনের শেষ প্রান্তে এসেও জনসেবার করার সুযোগ দিতে জনগণের প্রতি তাকে ভোট দেয়ার আহ্বান জানান এরশাদ।

হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, আমাদের টাকা-পয়সা ছিল না কিন্তু ইচ্ছা ছিল, মনোবল ছিল, এজন্যই এগুলো করতে পেরেছি। আশা করি আপনারা আমাকে আরেকবার সুযোগ দিবেন। জীবনের শেষ প্রান্তে আপনাদের যেন খেদমত করতে পারি।’

তিনি আরো বলেন, ‘এই এলাকা রাজউকের অধীনে ছিল, যে কোন সময় রাজউক আপনাদের উচ্ছেদ করে বাড়িঘর করতে পারতো, কিন্তু আপনাদের দুঃখ দেখে আমার সহ্য হচ্ছিল না, আমি পরে মিটিংয়ে বলেছিলাম এই এলাকা অবমুক্ত করা হোক। আপনারা ঘরবাড়ি করে ভাল আছেন, কিন্তু আমার কাজ ভুলে যাবেন না। অনেক ভাল কাজ করেছি, এখানে ১৫টি পাম্প লাগিয়েছি, এখানে পানির কষ্ট কখন হবে না।’

তিনি আরো বলেন, ‘অনেকে বলেন, আমার নাকি বয়স হয়েছে? আমাকে দেখে কি মনে হয় বয়স হয়েছে? বয়স হয়েছে, কিন্তু মানুষের ভালবাসার জন্য আমি আপনাদের মাঝে আবার এসেছি। আপনাদের কিছু উপকার করতে পারি আল্লাহর কাছে সেটাই আশা করি।
তিনি বলেন, ‘আমি যা করেছিলাম, তার থেকে ভাল কেউ করতে পারেনি। অন্যরা কি করেছে তা আমি আর বলতে চাই না। আগামীতে কাজ করে দেখাবো আমরা স্বার্থের জন্য নয় সবার মঙ্গলের জন্য কাজ করি।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2018
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া