adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দুবন্ধুকে খুনের ঘটনায় আটক ৪

ছবি: বাংলানিউজটোয়েন্টফোর.কম/ ফাইল ফটোডেস্ক রিপোর্ট : চট্টগ্রাম নগরীতে দুবন্ধুকে নৃশংসভাবে খুনের ঘটনায় এজাহারভুক্ত দুআসামী সহ চারজনকে আটক করেছে পুলিশ।আটক চারজনের মধ্যে দু জনের নাম পাওয়া গেছে। এরা হলেন, এজাহারভুক্ত পাঁচ নম্বর আসামী জাহাঙ্গীর (২০) এবং তিন নম্বর আসামী শাহআলম (২০)।পুলিশ সূত্রে জানা গেছে, জাহাঙ্গীরকে মঙ্গলবার নগরীর খুলশী এলাকা থেকে আটক করেছে খুলশী থানা পুলিশ। শাহআলমসহ বাকি তিনজনকে খাগড়াছড়ি থেকে বুধবার ভোরে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। এদের মধ্যে বাকি দুজনকে সন্দেহাভাজন হিসেবে আটক করা হয়েছে।নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (উত্তর)  মো.কামরুজ্জামান বলেন, শাহআলম এজাহারভুক্ত আসামী এবং খুন হওয়া দুজনের ঘনিষ্ঠ বন্ধু। বাকি দুজনকে কিছু তথ্যের ভিত্তিতে আটক করা হয়েছে। তবে তারা একেক সময় একেক কথা বলে বিভ্রান্ত করছে। তাদের চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে। এরপর জিজ্ঞাসাবাদ করা হবে।খুলশী থানার সেকেন্ড অফিসার এস আই মামুনুর রশিদ বলেন, জাহাঙ্গীর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে খুন হওয়া কামরুল ও ফোরকানের বন্ধু। ঘটনার সময় জাহাঙ্গীর সেখানে ছিল এবং হত্যাকাণ্ডে অংশ নিয়েছে।জাহাঙ্গীরকে খুনের ঘটনায় দায়ের হওয়া মামলায়  গ্রেপ্তার  দেখিয়ে বুধবার দুপুরে আদালতে হাজির করা হবে বলে এস আই মামুনুর রশিদ জানিয়েছেন।এর আগে সোমবার (১৭ মার্চ) সকাল ১১টার দিকে নগরীর খুলশী থানার ষোলশহর দুনম্বর গেইট এলাকায় একটি সেপটিক ট্যাংক থেকে দুবন্ধু কামরুল ও ফোরকানের লাশ উদ্ধার করে পুলিশ। তারা উভয়ই নগরীর ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে স¤পৃক্ত ছিল।কামরুল ইসলাম এমইএস কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র আর ফোরকান সিইপিজেডে একটি কারখানায় কর্মরত ছিল।এ ঘটনায় কামরুল ইসলামের বাবা আব্দুল হাকিম বাদি হয়ে ৯ জনকে আসামী করে দণ্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় খুলশী থানায় একটি খুনের মামলা দায়ের করেন। এছাড়া লাশ উদ্ধারের সময় ষোলশহর এলাকায় ছাত্রলীগের ভাংচুরের ঘটনায় অজ্ঞাতনামা একশ থেকে দেড়শ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন খুলশী থানার এস আই রাসেল।  

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া