adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে জাবি’র ভর্তিযুদ্ধে লিমন

সাভার: উচ্চ শিক্ষার স্বপ্ন নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছেন র‌্যাবের গুলিতে পা হারানো লিমন।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের এফ ইউনিটে আইন অনুষদে অধীনে আইন ও বিচার বিভাগের পরিক্ষার্থী হিসেবে অংশ নিচ্ছেন লিমন হোসেন।

পরীক্ষায় অংশগ্রহণের আগে লিমন সাভারে সেন্টার ফর ডিজএবিলিটি ইন ডেভেলপমেন্ট সিডিডি) নামের একটি প্রতিষ্ঠানে গিয়ে ফিজিওথেরাপি নেন।

লিমন জানান, তিনি বর্তমানে সাভারে গণবিশ্ববিদ্যালয়ে পড়ছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগে পড়ার স্বপ্ন দেখছেন তিনি।

প্রসঙ্গত, ২০১১ সালের ২৩ মার্চ এইচএসসি পরীক্ষা শুরুর ১২ দিন আগে ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের লিমন বাড়ির পাশের মাঠে গরু আনতে গেলে সন্ত্রাসী সন্দেহে র‌্যাবের গুলিতে আহত হন লিমন। পরে বিলম্ব চিকিৎসার কারণে চিকিৎসকরা তার একটি পা কেটে ফেলেন। লিমনের বিরুদ্ধে র‌্যাব দায়ের করে দুটি মামলা। থমকে যায় তার পড়াশোনা। পরে দেশবাসীর সমর্থন আর ভালোবাসায় কৃত্রিম পা নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন লিমন। গত বছর এইচএসসি ভোকেশনালের ব্যবসায় ব্যবস্থাপনা বিভাগে সাফল্যের সঙ্গে এ গ্রেডে উর্ত্তীণ হন লিমন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া