adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কানাডায় গণজাগরণ মঞ্চের বর্ষপূর্তি

মন্ট্রিয়ল: যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির দাবি নিয়ে শাহবাগের গণজাগরণ মঞ্চের সৃষ্টি না হলে হয়তো আজকে অন্য রকম ইতিহাস সৃষ্টি হতো। জাগরণ মঞ্চের দ্রোহের আগুন দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়েছিলো দাবানলের আগুনের মতো। যা আজো অবিচল সারা বিশ্বব্যাপী।

জাগরণ মঞ্চের বর্ষপূর্তিতে বক্তারা আরো বলেন, যতদিন না পর্যন্ত সব যুদ্ধাপরাধীর বিচার হবে ততদিন পর্যন্ত গণজাগরণ মঞ্চ আন্দোলন চালিয়ে যাবে।

গণজাগরণ মঞ্চের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কানাডার মন্ট্রিয়ল, অটোয়া টরন্টোসহ বিভিন্ন শহরে গণজাগরণ মঞ্চকে কেন্দ্র করে আলোচনা সভা, প্রতিবাদী গান ও চলচ্চিত্র প্রদর্শনীসহ রকমারি আয়োজনে উদযাপিত হয়েছে।

মন্ট্রিয়ল গণজাগরণ মঞ্চের উদ্যোগে কোট দ্য নেইজ মিলনায়তনে মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তিসমূহের এক গোলটেবিল সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রচন্ড তুষার ঝড়ের মধ্যেও গণ জাগরণ মঞ্চের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জিয়াউল হক জিয়া সঞ্চালনে শাহ মোস্তাঈন বিল্লাহের সভাপতিত্বে একাত্তরের ঘাতকদের বিচারকার্য ত্বরান্বিত করা, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা এবং ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সাম্প্রদায়িক অপশক্তিসমূহের বর্বরোচিত হামলার বিরুদ্ধে সম্মিলিত কন্ঠে আওয়াজ তোলার মহৎ উদ্দেশ্যে নিয়ে তারা জড়ো হন।

গণজাগরণ মঞ্চের  আলোচনায় অংশগ্রহণ করেন  বীর মুক্তিযোদ্ধা গোলাম মুহিবুর রহমান, মুক্তিযুদ্ধের গবেষক তাজুল মোহাম্মদ, ইশরাত আলম, ড. মহিউদ্দিন তালুকদার, হেলাল উদ্দীন, প্রমোদ হামোম, আরিয়ান হক, সাংবাদিক তানভীর ইউসূফ রনী, স্বপ্না বিশ্বাস, আব্দুর রব, সাখাওয়াত হোসেন, সৈয়দ আনোয়ারুল হক, মাহমুদুল হাসান, আরিয়ান হক, সাইফূল ইসলাম, আজিজুর রহমান দুরুদ, আমিনুল ইসলাম, খান মোস্তাফিজুর রহমান ফিরোজ, বিবেকানন্দ বিশ্বাস প্রমুখ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া