adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাঘের পেটে চোরাশিকারি

নৌকা থেকে ধরে চোরাশিকারিকে খেলো বাঘডেস্ক রিপোর্ট : এক চোরা কাকড়া শিকারিকে জলে ঝাঁপিয়ে নৌকা থেকে ধরে খেলো সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার।
ঘটনাটি ঘটেছে সুন্দরবন ভারতের পূর্বাংশে। একটি রয়েল বেঙ্গল টাইগার ছেলে জোতিষ মাঝির সামনে বাবা সুশীল মাঝিকে নৌকা থেকে টেনে নিয়ে যায় শুল বিছানো এ ম্যানগ্রোভ ফরেস্টের ভেতরে। সুশীল সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে মাছ ও কাঁকড়া ধরছিলেন। নৌকা চালাচ্ছিলেন তিনি। এটা আবার রয়েল বেঙ্গল টাইগারের এলাকা। আচমকা একটি বাঘ এসে তাকে নৌকা থেকে বনের ভেতরে ধরে নিয়ে যায়।
তার ছেলে জ্যোতিষ জানান, তার বাবার দেহের কোনো অস্তিত্ব তারা এখনো পাননি।
বিশ্বের বৃহত্তম এই ম্যানগ্রোভ বনের উপর নির্ভরশীল অনেক মানুষ। বন নির্ভর হওয়ায় প্রায়ই শিকার হতে হয় বাঘের। সংরক্ষিত বন হওয়ায় এখানে ৮ ফিট উঁচু বেড়াও রয়েছে। তবু মাছ, মধু, কাঠ সংগ্রহের জন্য মানুষকে বনের ভেতর যেতে হয়।
বন সংরক্ষণে নিয়োজিত কর্মকর্তারা মানুষকে বলতে বলতে ক্লান্ত। তারা এখন মনে করছেন বনের ভেতরেই দরকার পুলিশ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া