adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রথম ম্যাচে ব্যাটে-বলে সাকিব ব্যর্থ হলেও জয় পেয়েছে তার দল পেশোয়ার

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগে (পিএসএল) জয় দিয়ে অভিযান শুরু করেছে সাকিব-বাবরদের দল পেশোওয়ার জালমি। তবে ব্যাটে-বলে আলো ছড়াতে পারলেন না বাংলাদেশ ক্রিকেটের পোষ্টার বয় সাকিব। বাবর আজম ও কোহলার-ক্যাডমোরের নৈপুণ্যে জয় পেয়েছে পেশোয়ার।
মঙ্গলবার পিএসএলের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই শেষে করাচি কিংসকে মাত্র ২ রানে হারিয়েছে পেশোয়ার জালমি। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৯ রান করে পেশোয়ার। জবাবে ২০ ওভার শেষে পেশোয়ারের সমান উইকেট হারিয়ে ১৯৭ রান করতে সমর্থ হয় করাচি।

এদিন করাচি টস জিতে পেশোয়ারকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। আগে ব্যাট করতে নামা পেশোয়ার বড় স্কোর গড়ে মূলত অধিনায়ক বাবর আজম ও টম কোহলার-ক্যাডমোরের ৮১ বলে গড়া ১৩৯ রানের জুটিতে। বাবর আজম ৪৬ বলে ৭ চার ও ১ ছয়ে খেলেন ৬৮ রানের ইনিংস। তবে ব্যাট হাতে রুদ্রমূর্তি ধারণ করেছিলেন কোহলার-ক্যাডমোর। ৫০ বলে ৯২ রানের ইনিংস খেলেছেন ৬ ছক্কা ও ৭ চারের মারে।

এদিন সাকিব যখন ব্যাট করার সুযোগ পান তখন পেশোয়ারের ইনিংসে বাকি আর মাত্র ২টি বল। ১ বল মোকাবিলা করে একটি রান নিয়ে অপরাজিত থেকে যান তিনি।
জবাবে ব্যাট করতে নামা করাচির শুরুটা হয়েছে ভয়াবহ। ওভারপ্রতি রানে পাল্লা দিলেও মাত্র ৪৬ রান তুলতেই হারিয়ে বসে ৪ উইকেট। পঞ্চম উইকেট জুটিতে দলের হাল ধরে করাচিকে ম্যাচে ফেরায় শোয়েব মালিক-ইমাদ ওয়াসিম জুটি। ৭৪ বলে ১৩১ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান তারা।

শেষ ওভারে জয়ের জন্য দলটির দরকার ছিল ১৬ রান। ইমাদ ওয়াসিম প্রাণান্তকর চেষ্টা করেও ১৩ রানের বেশি তুলতে পারেননি। শেষ পর্যন্ত ৪৭ বলে ৭ চার ও ৪ ছয়ে ৮০ রানে অপরাজিত থেকে ২ রানের হারের সাক্ষী হন এই অলরাউন্ডার।
এদিন সাকিব বল করেছেন ৩ ওভার। তবে তাতেও ব্যর্থ হয়েছেন টাইগারদের এই অলরাউন্ডার। ৩ ওভারে ৩২ রান দিয়ে থেকেছেন উইকেটশূন্য।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া