adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিসিবির কাছে কৃতজ্ঞতা জানালো ক্রিকেট অস্ট্রেলিয়া, আবার বাংলাদেশ সফরের প্রতিশ্রুতি

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে এসেছিল তবে জৈব সুরক্ষার নানান শর্ত দিয়ে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই বাংলাদেশে এই সিরিজ খেলতে এসেছিল অজিরা।
আতিথেয়তা যখন দিতেই হবে, বিসিবিও তখন অজিদের চাওয়া-পাওয়ার কমতি রাখেনি। সফরকারীদের সকল শর্ত মেনে নিয়ে মাত্র ১০ দিনে মধ্যে পাঁচটি ম্যাচের আয়োজন হয়। অস্ট্রেলিয়া নানা শর্ত দিয়ে সিরিজ খেলতে নামলেও বাংলাদেশ সিরিজ জিতে নেয় ৪-১ ব্যবধানে।

তবে সিরিজ সংশ্লিষ্ট সবাইকে প্রায় ২০ দিন জৈব সুরক্ষা বলয়ে রেখে সিরিজ আয়োজন করা এতটা সহজ ছিল না বিসিবি জন্য। তবে ভালোয় ভালোয় সফল ভাবে সিরিজ শেষ হওয়ায় বিসিবিকে ধন্যবাদ জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানান, জৈব সুরক্ষা বলয়ের কারণে ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্মকর্তারা বাংলাদেশ সফরে আসতে পারেনি। তবে তারা আমাদের কৃতজ্ঞতা জানিয়েছে ইমেইলের মাধ্যমে।

অফিসিয়ালি তারা মেইলের মাধ্যমে আমাদের ধন্যবাদ জানিয়েছে। যেহেতু করোনা পরিস্থিতির কারণে আমরা সামনা সামনি হতে পারিনি। যদিও তাদের অ্যাম্বাসেডর এখানে বসে খেলা দেখেছেন। তারা বেশ ইতিবাচক এবং ভবিষ্যতে আমরা চাইলে তারা আবারও বাংলাদেশ সফরে আসবে।- বিসিবি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া