adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রোহিঙ্গাদের নিয়ে কিশোর হৃদয়ের কবিতা (জাগো মোর বিশ্ববাসী)

JAGOডেস্ক রিপাের্ট : যুগে যুগে মানবতার জন্য কবিতা লিখে মানবতার পাশে দাঁড়িয়েছেন অনেক বড় বড় কবি-সাহিত্যিক। যাদের মধ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, শেখ সাদী খান,কাজী নজরুল ইসলাম, কবি ফররুখ আহমদ,কবি কায়কোবাদসহ সারা বিশ্বের অসংখ্য জীবন ও মানবতাবাদী কবিরা আছেন।

যাদের লেখনিতে ফুটে উঠেছে মানবতার জয়গান। আর মানবতার পাশে দাঁড়ানোর প্রেরণা নিয়ে আজো লিখে যাচ্ছেন তরুন প্রতিভাবান কিছু মুখ। যাদের লেখনিতেও পাওয়া যায় বিপন্ন মানবতার মুক্তি, ফুটে উঠে মুক্তির জন্য প্রতিবাদ। তেমনি এক প্রতিভাবান ছাত্র, সীমান্তবর্তী লালমনিরহাট পাটগ্রামের কিশোর বালক সাবরী হাসান হৃদয়ের লেখা ‘জাগো মোর বিশ্ববাসী’ নামে নির্যাতিত রোহিঙ্গাদের নিয়ে একটি কবিতা। মানবতার জন্য কিশোর বয়সে বিবেকের তাড়না থেকে অনেক সহজ-সরল শব্দে লিখেছে এই কবিতা।

 

সাবরী হাসান হৃদয়

জাগো মোর বিশ্ব বিবেক

একটিবার দাও সাড়া

এদিকে যে বইছে

অজস্র রক্তের ধারা।

মিয়ানমারে হয়না তাদের বাস

রাস্তায় পরে আছে

হাজারো মাথার লাশ।

কত মায়ে হারাইলো যে

প্রানের কলিজা,

অট্রালিকায় ঘুমায় দেখ

মিয়ানমারের রাজা।

কত রহিঙ্গা হইলো ঘরছাড়া

স্বামীধন হারাইয়া

স্ত্রী বড় সর্বহারা।

তারা তো মোদের

মুসলমান জাতি

তাদের তো নিভে গেল

আজ আশার বাতি।

রোহিঙ্গারা আজ বড় অসহায়

তাদের পাশে দাঁড়াতে

হৃদয়টা ব্যাকুল হয়ে যায়।

তারা তো পেতে চায়

একটু খানি আশ্রয়

ঠাঁই দিতে তাদের

দ্বিধা কেন এত?

আর্তনাত করি

জাগো মোর বিশ্ববাসী

বিশ্ব বিচারের কাঠগরায় অপরাধীর হয় যেন ফাঁসী।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া