adv
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নানা কর্মসূচিতে বিশ্ব ক্যান্সার দিবস পালিত

image_75753_0ঢাকা: ‘টুগেদার ইট ইজ পসিবল’ (সবাই মিলে ক্যান্সার প্রতিরোধ সম্ভব) এই প্রতিপাদ্যকে ধারণ করে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশও পালন করছে বিশ্ব ক্যান্সার দিবস। প্রতি বছর ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস হিসেবে পালিত হয়।

দিবসটি উপলক্ষে ক্যান্সার ওয়েলফেয়ার হসপিটালসহ বিভিন্ন প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করছে।

এক জরিপে দেখা গেছে, বর্তমানে দেশে ক্যান্সার রোগীর সংখ্যা কমপক্ষে ১২ লাখ। প্রতিবছর এ রোগে দেশে কমপক্ষে ২ লাখ লোকের মৃত্যু ঘটে। আর ৩ লাখ মানুষ আক্রান্ত হয়। এ রোগীদের মধ্যে ফুসফুস, মুখগহ্বর, রক্তনালি, জরায়ু ও স্তনে ক্যান্সার আক্রান্তের সংখ্যা বেশি। নারী রোগীদের মধ্যে শতকরা ৩০ ভাগ জরায়ু-মুখ ক্যান্সারে আক্রান্ত।

আরো জানা যায়, ক্যান্সার চিকিৎসা এখনো নাজুক পর্যায়ে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী মোট জনসংখ্যার দিক থেকে দেশে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থাসম্পন্ন প্রায় দেড়শ (১০ লাখে একটি ধরে) সেন্টার থাকা দরকার। সেখানে মাত্র ১৮টি রয়েছে। তবে বেশির ভাগ সেন্টারের যন্ত্রপাতি বর্তমানে অকার্যকর।

সরকারি ও বেসরকারি সূত্রে জানা যায়, সারা দেশে ক্যান্সার বিশেষজ্ঞ ১১০ জন ডাক্তার রয়েছেন। তবে অনকোলজিস্ট নার্স নেই।

সরকারিভাবে সারা দেশে ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য ৫০০ বেড রয়েছে। কমপক্ষে ৩০০টি যন্ত্র অপরিহার্য হলেও দেশে যন্ত্রের সংখ্যা রয়েছে মাত্র ১৫টি। এর মধ্যে মাত্র ৫টি আধুনিক লাইন্যাক মেশিন আছে। অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোর দু’একটিতে অত্যাধুনিক কিছু যন্ত্রপাতি ও চিকিৎসার ব্যবস্থা থাকলেও তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য।



স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ক্যান্সারের অন্যতম কারণ হলো তামাক। মানুষের খাদ্যাভ্যাসের কারণেও ক্যান্সার ছড়ায়। এছাড়া খাবারে বিষ, মাছে ফর্মালিন, ফল পাকাতে প্রচুর ক্ষতিকর রাসায়নিক ব্যবহার হচ্ছে। এ সব রাসায়নিক শরীরে গিয়ে ক্যান্সার সৃষ্টি করছে।

বিশেষজ্ঞরা বলছেন, হেপাটাইটিস বি ভাইরাসের কারণে যকৃতে সিরোসিস হয়। যকৃত সিরোসিস প্রতিরোধের জন্য টিকা থাকলেও এর দাম বেশি।

ক্যান্সার বিশেষজ্ঞদের মতে, সরকারিভাবে বয়স্কদের জন্য হেপাটাইটিস বি ভাইরাস প্রতিরোধী ভ্যাক্সিন দেয়া হলে এর দাম কমে যেতে পারে।

হেলিকো ভ্যাক্টর পাইলেরির কারণে পাকস্থলী ক্যান্সার আর হিউম্যান প্যাপিলোমা ভাইরাসে জরায়ু ক্যান্সার হতে পারে। জরায়ু ক্যান্সারের টিকা বেসরকারিভাবে কিনে দিতে হলে প্রতিটির পেছনে খরচ হয় ৩ হাজার টাকা। সরকারিভাবে দেয়ার ব্যবস্থা করলে এর দাম ৫০০-৬০০ টাকায় নেমে আসতে পারে বলে জানান বিশেষজ্ঞরা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া