adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মার্কিন রাষ্ট্রদূত শেখ হাসিনার কাছে কৌশলে জিএসপির কথা এড়িয়ে গেলেন

f_80599নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উন্নয়নে সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট। তবে এ সময় কৌশলে জিএসপি সুবিধার প্রসঙ্গটি এড়িয়ে যান তিনি।
বুধবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রতিশ্রতির কথা জানান।
পরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের তৈরিপোশাক খাতের উন্নয়নে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।
তবে, বাংলাদেশের জিএসপি সুবিধা পাওয়ার বিষয়টি বিভিন্ন শর্তাবলী পূরণের উপর নির্ভর করছে বলে জানান তিনি।
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বিষয়টি ‘রাজনৈতিক নয়’ উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ যেন শর্তাবলী পূরণ করতে পারে, সে জন্য আমরা কাজ করে যাচ্ছি। এসময় কৌশলে জিএসপির প্রসঙ্গ এড়িয়ে যান তিনি।
এ দেশের তৈরিপোশাক শিল্পের সঙ্গে জড়িত কর্মীদের অবস্থা সম্পর্কে তাদের দেশের ক্রেতারা জানতে চায় বলেও জানান বার্নিকাট।
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের অবস্থানের প্রশংসা করেন মার্কিন রাষ্ট্রদূত।

এ সময় তিনি রোহিঙ্গা সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর উদ্যোগেরও প্রশংসা করেন।

বঙ্গবন্ধু হত্যার দায়ে অভিযুক্ত রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে বার্নিকাট বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন। এটি আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।
বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থলসীমা চুক্তি সম্পাদন ও ছিটমহল সমস্যা সমাধান হওয়ার প্রশংসা করেন বার্নিকাট।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তিরক্ষার পাশাপাশি বাংলাদেশি শান্তিরক্ষীদের বিভিন্ন দেশে সামাজিক কাজে সম্পৃক্ত করার বিষয়টি উল্লেখ করেন।
এদিকে বৈশ্বিক সংঘাত কমাতে বিশ্বব্যাপী অস্ত্র উৎপাদন কমানোর ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সাক্ষাৎকালে আরো উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ ও মার্কিন দূতাবাসের উপপ্রধান ডেভিড মিল।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া