adv
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নয়া সঙ্কটের মুখে প্রবাল প্রাচীর

image_66484_0সিডনি: মড়ার ওপর খাঁড়ার ঘা! এমনিতেই অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল ঘেঁষে পড়ে থাকা গ্রেট ব্যারিয়ার রিফ বা বৃহত্ প্রবাল প্রাচীর মৃত্যুর দিন গুনছে বলে পরিবেশবিদরা বহুদিন ধরেই দাবি করে আসছেন৷ মৃত্যুর সময় হয়তো আরও এক এগিয়ে এলো গ্রেট ব্যারিয়ার রিফ মেরিন পার্কের কর্তাদের একটি সিদ্ধান্তে৷ নীলের কোণে শ্যামল সে দ্বীপ প্রবাল দিয়ে ঘেরা৷ অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড প্রদেশের ক্ষেত্রে অবশ্য সেটা দ্বীপপুঞ্জ৷ তবে তার প্রবালের অস্তিত্ব আপাতত সঙ্কটের মুখে৷

একটি বড় কয়লা বন্দর গড়ার সুবিধার্থে, সংস্থাটি তিন মিলিয়ন ঘন মিটার বর্জ্য পদার্থ পার্কের মধ্যে ফেলার অনুমতি দিয়েছেন গ্রেট ব্যারিয়ার রিফ মেরিন পার্কের কর্তারা৷ আশা করা হচ্ছে, এর ফলে অস্ট্রেলিয়ার কয়লা শিল্পে প্রায় ২৮ বিলিয়ন ডলারের লগ্নি আসবে৷ প্রকল্পটির সঙ্গে জড়িয়ে রয়েছে দু'টি ভারতীয় সংস্থা, আদানি ও জিভিকেও৷

ইউনেস্কার ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলির অন্যতম গ্রেট ব্যারিয়ার রিফের ভবিষ্যত্ নিয়ে বহুদিন ধরেই সরব পরিবেশবিদরা৷ তারা এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন৷ আশঙ্কা প্রকাশ করে তারা বলেছেন, 'এর ফলে গ্রেট ব্যারিয়ার রিফের মৃত্যুঘণ্টা বাজবে৷' আবহাওয়ার ঘনঘন পরিবর্তন, জমি দূষণ, সমুদ্রের জলের অম্লতা বৃদ্ধি এবং প্রবালভোজী ক্রাউন অফ থর্নস স্টারফিসের বংশবৃদ্ধির ফলে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল জুড়ে ২৬০০ কিলোমিটার ব্যারিয়ার রিফ এমনিতেই বিপন্ন৷

জানুয়ারির গোড়ায় সারা বিশ্ব থেকে ২৩৩ জন বৈজ্ঞানিক একটি লিখিত বিবৃতির মাধ্যমে প্রকল্পটি বর্জন করার আবেদন জানিয়েছেন৷ গ্রিনপিসের তরফে লুইস ম্যাথিসন বলেন, 'সিদ্ধান্তটি কার্যকর হলে অস্ট্রেলিয়ার সামুদ্রিক জীবজন্ত্ত, মৎস ও পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হবে৷'

মেরিন পার্ক কর্তৃপক্ষ অবশ্য মনে করেন কয়লা বন্দর প্রকল্পটিতে অস্ট্রেলিয়া সরকারের পরিবেশ সংক্রান্ত কঠোর বিধিনিষেধ থাকায় ব্যারিয়ার রিফের কোনও ক্ষতি হবে না৷ গ্রেট ব্যারিয়ার রিফ মেরিন পার্ক অথরিটির চেয়ারম্যান রাসেল রাইকেল্ট এই সিদ্ধান্তের সাফাই হিসেবে জানিয়েছেন, 'সমুদ্রতল থেকে প্রধানত বালি, কাদা ও পলিমাটিই তোলা হবে৷ প্রবাল বা সামুদ্রিক ঘাস তোলায় কড়া নিষেধাজ্ঞা জারি আছে৷'

ওই এলাকায় এমন ভাবে ড্রেজিং করার ফলে অ্যাবট পয়েন্ট বন্দরে কয়লাবাহী বড় বড় জাহাজের ঢোকা সহজ হবে৷ ডব্লু ডব্লু এফ অস্ট্রেলিয়া জানাচ্ছে সব বর্জ্য পদার্থ ভরতে প্রায় দেড় লক্ষ ট্রাক লাগবে৷ আর সেগুলি এক সারিতে দাঁড়ালে, প্রথমটি থাকবে মেলবোর্নে আর শেষটি ব্রিসবেনে, প্রায় এক হাজার কিলোমিটার দুরত্বে৷

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া