adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

২১ প্রিজাইডিং অফিসার প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট : কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্বে থাকা ২১ প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।শুক্রবার মধ্যরাতে উপজেলার কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রিজাইডিং অফিসারদের প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন।জেলা নির্বাচন অফিসার আবুল  হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কলারোয়া উপজেলার ভোটকেন্দ্রগুলে ঝুঁকিপূর্ণ হওয়ায় ২১ প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া প্রিজাইডিং অফিসাররা ওইসব কেন্দ্রে নিজেরাই দায়িত্ব পালন করতে অপারগতা প্রকাশ করেছে।কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে ৬৭টি ভোট কেন্দ্রের ১৭টি অতিঝুঁকিপূর্ণ। আর বাকি ৫০টি সাধারণ হিসেবে তালিকায় রয়েছে। আইনশৃঙ্খলা বিষয়ক ওই তালিকা প্রস্তুত করেছে কলারোয়া থানা পুলিশ।থানা সূত্র জানায়, অধিক ঝুঁকিপূর্ণ ১৭টি  ভোটকেন্দ্র হলো-গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুরারিকাঠি, বসন্তপুর, খোর্দ-বাটরা, সিংহলাল, জালালাবাদ, নারায়ণপুর, বাটরা, বুইতা, রায়টা, কাশিয়াডাঙ্গা, যুগিখালী, বামনখালী, ওফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিংগা হাইস্কুল, কামারালী হাইস্কুল এবং দেয়াড়া দাখিল মাদরাসা।কলারোয়া থানার ওসি মুন্সি মোফাজ্জেল হোসেন কনক জানান, প্রতিটি  কেন্দ্রেই সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসারসহ বিভিন্ন আইনশৃংখলা বাহিনী নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে থাকবে।  পৌরসভাসহ ১২টি ইউনিয়নে ১৩জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া