adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বগুড়ায় অর্ধশত শিক্ষার্থীকে শিক্ষক দম্পতির বেদম পিটুনি!

ডেস্ক রিপোর্ট  : বগুড়ার সোনাতলা উপজেলার হুয়াকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থীকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে শিক্ষক দম্পতির বিরুদ্ধে।সোমবার বেলা ২টার দিকে বিদ্যালয়ের ক্লাস চলাকালে এই ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলসুম ও তার স্বামী সহকারী শিক্ষক আশাদুল বারীর বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন অভিভাবকরা।স্থানীয় সূত্র জানায়, শিক্ষার্থীদের পেটানোর সংবাদ পেয়ে অভিভাবকরা বিদ্যালয় চত্ত্বরে গেলে অভিযুক্তরা কৌশলে দ্রুত ঘটনাস্থল ত্যগ করেন।শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, সোনাতলা উপজেলার হুয়াকুয়া গ্রামের আর্দশ কোচিং সেন্টারের মাধ্যমে ২৩ মার্চ দিনাজপুর জেলার স্বপ্নপুরীতে বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী শিক্ষাসফর ও বনভোজনে যাওয়ার উদ্যোগ নেয়। সে অনুয়ায়ী তৃতীয়, চতুর্থ ও পঞ্চম  শ্রেণীর শিক্ষার্থীরা ২২ মার্চ বিদ্যালয়ে কর্তৃপক্ষের নিকট ছুটির আবেদন করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলসুম কোনো কারণ না  দেখিয়েই ছুটির আবেদন বাতিল করেন।এরপর ২৩ মার্চ সকালে শিক্ষা সফর ও বনভোজনে যান শিক্ষার্থীরা। সোমবার শিক্ষার্থীরা বিদ্যালয়ে ফিরে এলে প্রধান শিক্ষক উম্মে কুলসুম ক্ষিপ্ত হয়ে শিক্ষা সফরে যাওয়া শিক্ষার্থীদের পৃথক কক্ষে নিয়ে বেদম  বেত্রাঘাত করেন। এসময় তার স্বামী সহকারী শিক্ষক আশাদুল বারীও উপস্থিত ছিলেন।এতে  সোহান (১০), আল কাবুল (৯), পাভেল (১০), সাব্বির (৮), কুলসুম (৯), শাহনাজ (১০), রিয়াদ (৯), সৈকত (৯), হাসানুর (১০), শাফি (৯), কুসুম (৯), উপসাসহ (১০) অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়।  বিষয়টি জানতে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলসুম  ব্যস্ত আছেন বলে  জানান।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া