adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেসি, নেইমার ও এমবাপ্পের এক সঙ্গে জ্বলে উঠতে সময় লাগবে, বললেন কোচ পচেত্তিনো

স্পোর্টস ডেস্ক : পিএসজির হয়ে প্রথমবার একসঙ্গে মাঠে নেমেছিলেন লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পে। যাদের ডাকা হচ্ছে ‘এমএনএম’ ত্রয়ী নামে। মেসি পিএসজিতে পাড়ি দেওয়ার পর থেকেই এই ত্রয়ীকে একসঙ্গে মাঠে দেখার অপেক্ষায় ছিল সবাই। কিন্তু বুধবার চ্যাম্পিয়নস লিগে ক্লাব ব্রুজের বিপক্ষে মোটেও প্রত্যাশা মেটাতে পারেননি এই ত্রয়ী।

ফরাসি ক্লাবটির কোচ মরিসিও পচেত্তিনো অবশ্য হতাশ নন এতে। তিনি বলছেন, নতুন এই ত্রয়ীর একসঙ্গে জ্বলে উঠতে সময় লাগবে। ওদের একসঙ্গে জ্বলে উঠতে সময় লাগবে। আরো অনেক কাজ করতে হবে। বলেন পচেত্তিনো।

ফরাসি লিগ ওয়ানে অনেক দিন ধরেই দাপট দেখাচ্ছে পিএসজি। কিন্তু কখনো ইউরোপিয়ান শিরোপা জেতা হয়নি তাদের। সেই শিরোপার স্বাদ পেতেই ২০১৭ সালে ব্রাজিলিয়ান তারকা নেইমারকে বার্সেলোনা থেকে নিয়ে আসে ক্লাবটি। এ মৌসুমে মেসিও কাতালান ক্লাব ছেড়ে প্যারিসের ক্লাবে যোগ দিয়েছেন। ফলে পিএসজি এখন তারকাপুরীতে পরিণত হয়েছে।

কিন্তু এতো কিছুর পরও ক্লাবটির চ্যাম্পিয়নস লিগ মিশন শুরু হলো পয়েন্ট হারানোর মধ্য দিয়ে, বেলজিয়ামের ক্লাব ব্রুজের সঙ্গে ১-১ ড্রয়ে। পচেত্তিনোর দাবি, আমি তো আগেই পরিষ্কার বলেছি, আমরা এখনো একটা দল হয়ে উঠতে পারিনি। গুছিয়ে উঠতে সময় লাগবে আমাদের।

পয়েন্ট হারালেও ফুটবলারদের নিয়ে সন্তুষ্টির কথাই বললেন পচেত্তিনো, ‘আমাদের আরো ধারাবাহিক ও সাবলীল হতে হবে। অনেক বেশিই ভুল করেছি আমরা। তবে এত কিছুর পরও আমি ফুটবলারদের নিয়ে সন্তুষ্ট। আমাদের স্থির থেকে কাজ করে যেতে হবে। – প্যারিসটাইমস

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2021
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া