adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাজী ইমতিয়াজ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের দূত

নিজস্ব প্রতিবেদক : অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের দায়িত্ব নিতে যাচ্ছেন কাজী ইমতিয়াজ হোসেন, যিনি থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
কাজী ইমতিয়াজ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনার হিসাবে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন। বিগত সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালে ওই পদে নিয়োগ পেয়েছিলেন জেনারেল মাসুদ। 
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়, পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা কাজী ইমতিয়াজ হোসেন সরকারি চাকরিতে যোগ দেন ১৯৮৯ সালে।
২০১০ সালে থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হওয়ার আগে তিনি নিউইয়র্ক, কলকাতা, জেনেভা ও বেইজিংয়ে বাংলাদেশ মিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি নেয়া ইমতিয়াজ প্যারিসের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতি বিষয়ে ডিপ্লোমা করেন। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা সন্তানের বাবা।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া