adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বসনিয়ার কসাইয়ের’ যাবজ্জীবন কারাদণ্ড

KOSHAIআন্তর্জাতিক ডেস্ক : বসনিয়ার মুসলিমদের ওপর চালানো গণহত্যা ও যুদ্ধপরাধের জন্য ‘বুচার অব বসনিয়া তথা বসনিয়ার কসাই’ খ্যাত সার্ব কমান্ডার রাতকো ম্লাদিচকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।কুখ্যাত স্রেব্রেনিকা গণহত্যার দায়ে বুধবার হেগের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সার্বিয়ার এই জেনারেলকে দোষী সাব্যস্ত করে।

.প্রায় দুই দশক আগে সংঘটিত ওই গণহত্যার ঘটনায় জেনারেল ম্লাদিচের ‘গুরুত্বপূর্ণ ভূমিকা’ ছিল বলে ট্রাইব্যুনালের শীর্ষ বিচারপতি আলফোনস ওরি রায়ে উল্লেখ করেন।

এর আগের এক রায়ে স্রেব্রেনিকায় প্রায় ৮ হাজার মুসলিম পুরুষ এবং নাবালক ছেলেকে হত্যার ওই ঘটনাকে গণহত্যা বলে রায় দেয়া হয়।


প্রসঙ্গত, জাতিসংঘ মোতায়েনকৃত শান্তিরক্ষীদের পাহারা থেকে এসব মুসলিম পুরুষ এবং নাবালক ছেলেদের আলাদা করে সারিবদ্ধভাবে জঙ্গলে নিয়ে গিয়ে হত্যা করা হয়।

বিচারপতি আলফোনস ওরি রায়ে আরও বলেন, সেখানে বসবাসরত মুসলিমদের নিশ্চিহ্ন করাই স্রেব্রেনিকার অপরাধ সংঘটনকারী দুর্বৃত্তদের উদ্দেশ্য ছিল।

‘বসনিয়ার কসাই’ ম্লাদিচের বিরুদ্ধে গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধসহ ১১টি অভিযোগ আনা হয়। তার নেতৃত্বে ১৯৯২ থেকে ১৯৯৫ সাল নাগাদ বলকান যুদ্ধ চলাকালে বসনিয়ায় এসব অপরাধ সংঘটিত হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া