adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ সরকার ব্যর্থ : মার্কিন রাষ্ট্রদূত

পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ সরকার ব্যর্থ : বার্নিকাট নিজস্ব প্রতিবেদক : পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ সরকার ব্যর্থ এমন মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট।
বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে রানা প্লাজা ট্রাজেডির দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, তৈরি পোষাক খাতের শ্রমিকরা ইউনিয়ন গঠনের চেষ্টা করতে গেলে তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, পেটানো হয়েছে। এসব কর্মকাণ্ড অবৈধ, আইনত দণ্ডনীয়। বাংলাদেশ সরকার এ সব কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনেক ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে।
তিনি আরো বলেন, দুই বছর আগের রানা প্লাজার আর্তনাদ এখনো থামেনি। কেবল অনিরাপদ ভবন রানা প্লাজা ট্রাজেডির অন্যতম কারণ নয়, ওই শ্রমিকদের মত প্রকাশের স্বাধীনতাও ছিল না।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া