adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জোট সরকার গঠন করবেন থেরেসা মে

britain_electionআন্তর্জাতিক ডেস্ক : ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টি-ডিইউপির সঙ্গে জোট করে সরকার গঠন করতে যাচ্ছেন নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানো ব্রিটেনের কনজারভেটিভ পার্টির প্রধান থেরেসা মে।
উত্তর আয়ারল্যান্ডের আঞ্চলিক দল ডিইউপি’র সঙ্গে একটি চুক্তির পর এ সিদ্ধান্তে এসেছেন মে। খবর দৈনিক দ্য গার্ডিয়ান’র।
থেরেসা মে শুক্রবার ব্রিটেনের স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করে করে চুক্তির কথা জানাবেন এবং সরকার গঠনের অনুমতি চাইবেন।
বৃহস্পতিবারের নির্বাচনে ৬৫০ আসনের মধ্যে ৩১৯টি আসন পায় কনজারভেটিভ পার্টি। সরকার গঠনে প্রয়োজনীয় ৩২৬ আসনের বাকি ৭ আসন পূর্ণ করতে ১০ আসন পাওয়া ডিইউপি’র সঙ্গে জোট করতে যাচ্ছেন মে।
এর আগে ডিইউপি’র সঙ্গে রাতভর বৈঠকের পর ঐকমত্যে আসে কনজারভেটিভরা।
ডিইউপি নেতৃত্ব জানায়, লেবার পার্টির জেরেমি করবিনের ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনায় তাদের ভয় লেগে গিয়েছিল। তারা হিসেবে কষে দেখে, গত ১১ মাস ধরে মে’র টিমের সঙ্গে তারা কাজ করা উপভোগ করেছেন। অন্যদিকে অপর সম্ভাব্য প্রার্থী তাদের কাছে অসহনীয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া