adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘স্বাধীন কমিশন করে মেডিকেল প্রশ্ন ফাঁসের অভিযোগ তদন্তের দাবি’

Medical-Studentনিজস্ব প্রতিবেদক : মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্তে স্বাধীন কমিশন গঠন করতে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের প্রতি দাবি জানিয়েছে ছাত্র-অভিভাবক সমন্বয় ফোরাম।
জাতীয় প্রেস ক্লাবের ছোট হলরুমে শনিবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের সমন্বয়ক আসেফ বিন ত্বাকী।
প্রশ্ন ফাঁসের ঘটনা সঠিক তদন্তের জন্য কমিশন ফর এনকোয়ারি এ্যাক্ট ১৯৫৬ অনুযায়ী একটি স্বাধীন কমিশন গঠনের দাবি জানিয়ে আসেফ বিন ত্বাকী বলেন, ‘আমাদের কাছে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনার পর্যাপ্ত তথ্যপ্রমাণ রয়েছে। স্বাধীন কমিশন গঠন করা হলে সে সব তথ্যপ্রমাণপত্র আমরা ওই কমিশনে দাখিল করব।’
‘বিচার বিভাগীয় কমিশন অনেক দীর্ঘমেয়াদী সময় নিয়ে গঠিত হয় বলে আমরা সরাসরি এনকোয়ারি এ্যাক্ট ১৯৫৬ অনুযায়ী প্রধানমন্ত্রীর নির্দেশে কমিশন গঠনের দাবি জানাচ্ছি’ বলেন তিনি।
‘মেডিকেলে যারা ভর্তি হয়েছে আপনাদের অবস্থান তাদের বিরুদ্ধে কি-না’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ত্বাকী বলেন, ‘সারাদেশে প্রায় ৮৪ হাজার পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে। আমাদের আন্দোলন ৮৪ হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে নয়। এবার প্রশ্নবিদ্ধভাবে মেডিকেল ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে, যে পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। আমাদের আন্দোলন প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে।’
‘অনেকেই বলছেন, আপনাদের আন্দোলনে ইন্ধন রয়েছে’ এমন প্রশ্নের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘আমাদের আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয়। এখানে কারও ইন্ধন নেই। ইন্ধনের সন্দেহ থাকলে যে কেউ তদন্তও করতে পারে।’
সংগঠনের অপর এক সমন্বয়ক এবং অভিভাবক অধ্যাপক আশরাফ কামাল বলেন, ‘সমস্যা যেমন আছে, সমস্যা সমাধানে আলাপ-আলোচনার বিষয়টিও রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এক সংসদ সদস্যের মাধ্যমে আমাদের আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছে। সেই সংসদ সদস্যের নাম আমি বলতে চাচ্ছি না।’
তিনি বলেন, ‘তাদের আহ্বান অনুযায়ী আলোচনায় বসার জন্য আমরাও ৩০ জন প্রতিনিধি নিয়ে যাব। কিন্তু আমরা কোনো রুদ্ধদ্বার বৈঠকে বসব না। মিডিয়াকর্মীদের উপস্থিতিতে আমরা বৈঠকে বসব। অন্যথায় আমরা সে বৈঠকে বসব না।’
তাদের অবস্থানকে বিবেচনা করে ১০ সদস্যবিশিষ্ট একটি আইনজীবী প্যানেল গঠন করেছেন বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়া প্রশ্ন ও ভর্তি পরীক্ষার আসল প্রশ্ন মিলিয়ে দেখানো হয়। এ ছাড়া তাদের দাবি অনুযায়ী পরীক্ষার আগেই প্রশ্ন পাওয়া এক শিক্ষার্থীর মোবাইল ফোনের কথোপকথনের রেকর্ডও বাজিয়ে শোনানো হয়।
সংবাদ সম্মেলনে ত্বাকী রবিবারের নতুন কর্মসূচিও ঘোষণা করেন।
তিনি বলেন, ‘রবিবার সকাল ১০টায় শহীদ মিনারে আমরা অবস্থান নেব।’
এ আন্দোলনকে বেগবান করতে সারাদেশে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্লাস বর্জন করে অবস্থান ধর্মঘট পালনের আহ্বান জানান তিনি।
এ সময় আন্দোলরত শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী, প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্যের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া