adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গেইল মাঠে নামতেই বদলে গেল কিংস ইলেভেন পাঞ্জাব

স্পাের্টস ডেস্ক : ‘ইউনিভার্স বস’ ইজ ব্যাক অ্যান্ড কিংস ইলেভেন পাঞ্জাব ইজ অন। টানা পাঁচ ম্যাচ হেরে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া প্রীতি জিন্তার দল ক্রিস গেইলের প্রত্যাবর্তনে জয়ে ফিরল।

বৃহস্পতিবার শারজায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হেলায় হারাল দলটি। ১৭২ রান তাড়া করতে নেমে ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় পাঞ্জাব। যদিও শেষ বলে নিষ্পস্তি হওয়া ম্যাচে নাটকেরও আভাস মিলেছিল।

শেষ ওভারে ২ রান প্রয়োজন ছিল পাঞ্জাবের। যুজবেন্দ্র চাহালের করা ওভারে প্রথম পাঁচ বলে মাত্র ১ রান নিতে পারে দলটি। তৃতীয় ওভারে এক রান নিয়ে স্কোর লেভেল করা গেইল পঞ্চম বলে রান আউটে কাটা পড়েন। শেষ বলে অবশ্য ছক্কা মেরে নিকোলাস পুরান ম্যাচ শেষ করেন।

এর আগ পর্যন্ত পাঞ্জাব অধিনায়ক লোকেশ রাহুল ও ক্রিস গেইল দাপট দেখিয়েছেন। মায়াঙ্ক আগারওয়ালকে নিয়ে ওপেন করতে নামা রাহুল ৮ ওভারে যোগ করেন ৭৮ রান। আগারওয়াল ব্যক্তিগত ৪৫ বলে ফিরলে উইকেট আসেন গেইল। আগারওয়াল ২৫ বলে ৪৫ রান করেন ৪ চার ও ৩ ছক্কায়।

এরপর রাহুল-গেইল যোগ করেন ৯৩ রান। গেইল ৪৫ বলে ১ চার ৫ ছক্কায় ৫৩ রান করেন। রাহুল ৪৯ বলে ১ চার ও ৫ ছক্কায় খেলেন অপরাজিত ৬১ রানের ইনিংস। ম্যাচসেরাও হয়েছেন তিনি। বেঙ্গালুরুর পক্ষে চাহাল ১টি উইকেট নেন।

আসরের প্রথম লেগে সাত ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচ জিতলেও দ্বিতীয় লেগের প্রথম ম্যাচেই জয় পেল পাঞ্জাব। জয় এল প্রথম পর্বে একমাত্র জয় পাওয়া সেই বেঙ্গালুরুর বিপক্ষেই। অর্থৎ লিগ পর্বে দুইবারের দেখাতেই পাঞ্জাবের কাছে হারল কোহলির দল।

এর আগে বেঙ্গালুরুর পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন বিরাট কোহলি। শেষ দিকে ক্রিস মরিস ৮ বলে অপরাজিত ২৫ রান করেন। এছাড়া অ্যারন ফিঞ্চ ২০, শিভাম দুবে ২৩ রান করেন।

এই জয়েও অবশ্য টেবিলের তলানিতেই রইল পাঞ্জাব। ৮ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বেঙ্গালুরু।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া