adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নেশন্স লিগে প্রথম জয়ের স্বাদ পেলো জার্মানি

স্পোর্টস ডেস্ক : অবশেষে জয় ধরা দিলো জার্মানির ঘরে। মিললো উয়েফা নেশন্স লিগের স্বাদ। প্রতিযোগিতায় নিজেদের সপ্তম ম্যাচে এসে ইউক্রেনকে তাদেরই মাঠে হারাল কোচ ইওয়াখিম লুভের জার্মানি।

কিয়েভে শনিবার রাতে ‘এ’ লিগের ৪ নম্বর গ্রুপের ম্যাচে ২-১ গোলে জিতেছে জার্মানি। মাথিয়াস গিন্টারের গোলে দলটি এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন লেয়ন গোরেটস্কা। শেষ দিকে স্বাগতিকদের একমাত্র গোলটি করেন রুসলান মালিনভস্কি।

এবারের নেশন্স লিগে গত মাসে স্পেনের বিপক্ষে যোগ করা সময়ে গোল খেয়ে পয়েন্ট হারানো জার্মানি পরের ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষেও ১-১ ড্র করেছিল। টুর্নামেন্টের অভিষেক আসরে চার ম্যাচ খেলে জয়শূন্য ছিল ২০১৪ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।

দিনের আরেক ম্যাচে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারানো স্পেন ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে। ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে জার্মানি। ইউক্রেনের পয়েন্ট ৩। ১ পয়েন্ট নিয়ে তলানিতে সুইজারল্যান্ড। পরের ম্যাচে আগামী মঙ্গলবার ঘরের মাঠে সুইসদের বিপক্ষে খেলবে জার্মানি। ফিরতি পর্বে একই দিনে স্পেনের বিপক্ষে নিজেদের মাঠে খেলবে ইউক্রেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া