adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নূরে আলম সিদ্দিকী বললেন- সংসদে একজন জীবন্ত দেবীর বন্দনা ছাড়া কিছুই হয় না : (ভিডিও)

vlcsnap-2014-08-08-06h42m10s220ডেস্ক রিপোর্ট : স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি ও প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী বলেছেন, একটি দেবীকে পূর্জাম-বে যেমন আসতে প্রণাম যেতে প্রণাম করে। এখন তেমনি সংসদে প্রতিষ্ঠিত একজন জীবন্ত দেবীর বন্দনা ছাড়া কিছুই হয় না।
তিনি বলেন, আজকের সংসদ, শাসনতন্ত্র, প্রশাসন ও বিচার ব্যবস্থায় মূল্যবোধের অবক্ষয় ঘটেছে। সংসদে আলোচিত হওয়ার কিছু নেই। সেখানে একজন রয়েছে। তিনি যদি কাউকে গোলামের বেটা গোলাম বলেন তাহলে সমস্ত সংসদ গোলাম, গোলাম বলবে। সেই গোলাম কে তা জিজ্ঞাসা করার মতো সাহস কেউ রাখে না।
নূরে আলম সিদ্দিকী আরো বলেন, বিচারপতিদের ইমপিচমেন্ট বিলটি পাস হলে দেশকে স্বেচ্ছাচারিতায় শৃঙ্খলিত আবদ্ধ করবে। আসন্ন অধিবেশনে বিলটি পাস করা হলে এক দলীয় শাসন ব্যবস্থার চেয়ে ভয়াবহ অনিশ্চয়তা এবং একদলীয় শাসন ব্যবস্থার প্রকট স্বেচ্ছাচারিতা চিত্রটি প্রভাবিত হবে।

https://www.youtube.com/watch?v=90oWJwnYhl8

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া