adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পদ্মায় ডুবে যাওয়া লঞ্চ পিনাক-৬ এর সন্ধান পাওয়া গেছে

Madaripur 12-08-14 (Lanch Recover) Picture {focus_keyword} পিনাকের সন্ধান পাওয়া গেছে! Madaripur 12 08 14 Lanch Recover Picture1ডেস্ক রিপোর্ট : বহু জল্পনা-কল্পনার পর পদ্মায় ডুবে যাওয়া এমভি পিনাক-৬ নামের লঞ্চটির অবশেষে সন্ধান পাওয়া গেছে। এমন দাবি করলেন মুন্সীগঞ্জের মেঘনা চেইন কপ্পা এন্ড সাইকেল মার্টের পরিচালক ডুবুরি হাসান। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে তিনি এ দাবি করেন।
টানা ৮দিন সরকারিভাবে উদ্ধার ততপরতার কোনো অগ্রগতি না পেয়ে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক উদ্ধারের কাজ সোমবার স্থগিত করেন। এরপর লঞ্চটির অবস্থান শনাক্ত করেছেন বলে দাবি করছেন মো. হাসান। খুব শিগগিরই লঞ্চটি উদ্ধার করা হবে বলে জানান তিনি।
এ বিষয়ে মেঘনা চেইন কপ্পা এন্ড সাইকেল মার্টের পরিচালক মো. হাসান জানান, সোমবার সকালে সনাতন পদ্ধতিতে ২০ জনের একটি দল লঞ্চটির অবস্থান নিশ্চিত করে। এরপর চেইন কপ্পা দিয়ে মাঝ পদ্মায় লাল চিহ্নের একটি ছোট ড্রাম দিয়ে বেঁধে রাখা হয়। প্রবল স্রোতের কারণে উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হয়েছে বলে জানান তিনি। তবে খুব শিগগিরই লঞ্চটিকে উদ্ধার করা হবে। গভীররাত পর্যন্ত উদ্ধার কাজে অনেক অগ্রগতি পাওয়া গেছে বলে নিশ্চিত করেন হাসান।
উল্লেখ্য, মাওয়া-কাওড়াকান্দি নৌ-রুটে গত ৪ আগস্ট বেলা ১১টার দিকে মাদারীপুরের কাওড়াকান্দি ঘাট থেকে মাওয়াগামী প্রায় ৩ শতাধিক যাত্রী নিয়ে এমভি পিনাক-৬ নামের একটি লঞ্চ ডুবে যায়। এ ঘটনায় ৪৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। ২৬ জনের মৃতদেহ শনাক্ত করে মাদারীপুরের শিবচরের পাঁচ্চর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের তথ্যকেন্দ্র থেকে নিহতদের পরিবারের কাছ হস্তান্তর করা হয়। ১৮ জনের পরিচয় শনাক্ত করা না যাওয়া শিবচর পৌর কবরস্থানে তা দাফন করা হয়।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া