adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মহেশখালী কয়লা ভিত্তিক তাপবিদ্যুত প্রসংগে- পাগলও নিজের ভালো বুঝে, তবে আমরা কোন পাগল

MOHESHজামাল জাহেদ, কক্সবাজার : অর্থনৈতিক মুক্তির শ্লোগানে,দেশের মানুষের উন্নয়নের মানসে সরকারের বড় বাজেটের প্রকল্প কোন দিকে যাচ্ছে তা বলবোনা।আমি সামনের দিকে যাবোনা কয়লা ভিত্তিক প্রকল্পের সুচনা ও শেষ খুজবোনা।দেখবো জনকল্যাণকর কোন কাজ,জনগনের কাছে জনদুর্ভোগ ও বিষপোড়ায় পরিণত যেনো না হয়।পরিবেশ বান্ধব কাজ আশা করে মহেশখালীর জনগণ।সহায় সম্পদহীন ৮৫%মানুষের জীবনের শেষ সম্বল ভিটামাটি যাতে শান্তিতে রাতের তন্দ্রা যেতে পারে।সরকার ইতিমধ্যে যেখানে কাঠ পোড়ানো,কয়লা পোড়ানো ইটের মিল বন্ধ করে সৌরশক্তি চালিত মিল করার নোটিশ জারি করে,সেখানে কয়লা ভিত্তিক বিদ্যুত কেন্দ্র কতোটা যুক্তিযুক্ত তা বোধগম্য নয়।মহেশখালীর জনসংখ্যা যতো,তাতে সীমিত সম্পদ,কৃষিজমি, সাগরের ব দ্বীপ,আর আগামী ২৫বছরে মহেশখালীর জনসংখ্যা কতো হবে তাদের জীবন ধারনের আবাসস্থল হবে কিনা,তার উপর নির্ভর করে প্রকল্প হচ্ছে কিনা তাও দেখা উচিত।২০১০ সালের জানুয়ারিতে রাষ্ট্রীয় এক সফরে ভারতে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। সেখানে দুই দেশের মধ্যে সহযোগিতার ভিত্তিতে বিদ্যুৎ উৎপাদন এবং সঞ্চালনের একটি প্রস্তাবনা ছিল। ওই প্রস্তাবনার ভিত্তিতেই ২০১২ সালে বাংলাদেশের অধীন সুন্দরবনের নিকটবর্তী রামপালের দুটি ৬৬০ ইউনিট মিলে মোট ১৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে (পিডিবি)-এর সঙ্গে ভারতের ন্যাশনাল থারমাল পাওয়ার করপোরেশন (এনটিপিসি)-র চুক্তি স্বাক্ষরিত হয়। সর্বশেষ গত ২০ এপ্রিল ২০১৩ ঢাকায় ভারতের সঙ্গে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জন্য চূড়ান্তকরণ চুক্তি স্বাক্ষরিত হয়।২০ এপ্রিল ২০১৩সালে ভারতের সঙ্গে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জন্য চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার সময় কবে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবে সে কথা জানানো হয় নি। এই প্রকল্পের বিরুদ্ধে জাতীয় কমিটির লং মার্চের দ্বিতীয় দিন ঘোষণা করলেন ২২ অক্টোবর উদ্বোধন করবেন। হটাৎ করে ৪ অক্টোবর রাত ১০ টায় সংবাদ মাধম্যে জানা যায় ৫ অক্টোবর এই প্রকল্পের উদ্বোধন করবেন। তাই ৫ অক্টোবর সকাল ১১ টায় ২৫০ কিমি দূরে কুষ্টিয়ার ভেরামারায় মনমোহনের উপস্থিতিতে,প্রধানমন্ত্রী হাসিনা ও মনমোহন ভিডিও কনফারেঞ্চের মাধম্যে উদ্বোধন করেন।অন্যদিকে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র মারাত্মক পরিবেশ দূষণ ঘটায় বলে সাধারণত বিশ্বের বিভিন্ন দেশে সংরক্ষিত বনভূমি ও বসতির ১৫-২৫ কিমি-এর মধ্যে কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মানের অনুমোদন দেওয়া হয়  না। ইআইএ রিপোর্ট অনুসারে প্রস্তাবিত ১৩২০ মেগাওয়াট রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্পটি সুন্দরবন থেকে মাত্র ১৪ কিমি দূরে, যা সরকার নির্ধারিত সুন্দরবনের চারপাশের ১০ কিমি এনভরয়নমেন্টাল ক্রিটিকাল এরিয়া (ইসিএ) থেকে ৪ কিমি দূরে বলে নিরাপদ হিসেবে দাবি করা হয়েছে।কিন্তু মহেশখালীর মাতারবাড়ি তো সংরক্ষিত বনভুমি জনবসতির অন্দরমহল বলা যায়।তথ্যসুত্রে,রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জন্য মোট ব্যয় ধরা হয়েছে ২০১ কোটি ডলার। এর ৭০ শতাংশ ব্যাংক ঋণ নেয়া হবে,(৭০ ভাগ ঋণের সুদ টানা এবং ঋণ পরিশোধ করার দায়িত্ব বাংলাদেশের)। ১৫ শতাংশ অর্থ দেবে পিডিবি এবং বাকি ১৫ শতাংশ দেবে ভারতের এনটিপিসি। ওই প্রকল্পের জন্য পুরো জমি, অবকাঠামোগত বিভিন্ন কিছু, সব সরবরাহ করবে বাংলাদেশ। অথচ শেষ বিচারে বিদ্যুৎ কেন্দ্রটির মালিকানা চলে যাবে ভারতের হাতে! মাত্র ১৫ শতাংশ বিনিয়োগ করে তারা হয়ে যাবে হর্তাকর্তা! তাছাড়া এই কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ কিনতে হবে পিডিবিকে! আর যে নিট লাভ হবে, তার অর্ধেক নিয়ে নেবে ভারত অর্থাৎ লাভ ফিফটি ফিফটি! চুক্তি অনুযায়ী কয়লা আমদানির দায়িত্ব বাংলাদেশের এবং ক্ষয়ক্ষতির দায় বহন করতে হবে কিন্তু বাংলাদেশের!!ঠিক তেমনি মহেশখালীর মানুষ বিদ্যুত পাবেনা,গ্যাস পাবেনা,অথচ তাদের পিঠের উপর কাঠাল ভাঙ্গার মতো পরাটার তাবা বসানো হচ্ছে কেন?যার বাসায় পিঠা তৈরি করবে সে খেতে পারবেনা তাতো অসম্ভব।নিয়মানুযায়ী ‘এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট (ইআইএ), রিপোর্ট পাওয়ার পরেই কোনো প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করা যায়। কিন্তু পিডিবি পরিবেশ অধিদপ্তর থেকে ইআইএ রিপোর্ট পাওয়ার আগেই মহেশখালীর জমি অধিগ্রহন শুরু,যদিও রিপোর্ট হয় তা কি মহেশখালীর জনগনের জানার অধিকার ছিলোনা! প্রায় হাজারের ও অধিক একর জমি অধিগ্রহণ করার পথে,কিছু করেছে ও।(এর বেশির ভাগই কৃষি জমি)। কয়লা বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের জন্য জমি প্রয়োজন সর্বোচ্চ ৮০০তবে মোট ১১৫৫০ একর মতো।মহেশখালীতে যদি কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ হয়,তাহলে  প্রতিদিন কয়লা পুড়বে ১৩ হাজার টনেরও বেশি। গবেষণার তথ্যনুসারে, কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে এক মেগাওয়াটের জন্য প্রয়োজন দশমিক ৪২ একর জমি। এ হিসাবে মহেশখালীতে  ১৩২০ মেগাওয়াটের জন্য প্রয়োজন ৫৫৫ একর জমি। এর সঙ্গে এমজিআর ও কুলিং টাওয়ারের জায়গা হিসাব করলে জমি প্রয়োজন সর্বোচ্চ ৮০০ একর। অথচ প্রয়োজনের দ্বিগুণেরও বেশি জমি অধিগ্রহণ করা হচ্ছে কেন?এটা সত্য যে,প্রতিদিন প্রায় ১৪২ টন বিষাক্ত সালফার ডাই-অক্সাইড (বছরে ৫১ হাজার ৮৩০ টন) এবং ৮৫ টন বিষাক্ত নাইট্রোজেন ডাই-অক্সাইড (বছরে ৩১ হাজার ২৫ টন) নির্গত হবে। এই বিশাল পরিমাণ বিষাক্ত গ্যাস বাতাসে সালফার ডাই-অক্সাইড ও নাইট্রোজেন ডাই-অক্সাইডের ঘনত্ব তখনকার চেয়ে অনেক গুণ বাড়িয়ে দেবে। ফলে ভয়ানক বিপর্যয়ের মুখে পড়বে মহেশখালীর  প্রাণ ও পরিবেশ। ইআইএ রিপোর্টে মাতারবাড়ির কি রিপোর্ট দিয়েছে বুঝতেছিনা।শুরুতেই হোছট খাচ্ছে অধিগ্রহনে দুর্নীতি দমন কমিশন পর্যন্তত গড়িয়েছে।মহেশখালীর পরিবেশ বিজ্ঞানী ডঃ আনচারুল করিম,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড.আবদুস সাত্তার, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.আবদুল্লাহ হারুন চৌধুরী, মহেশখালীর পন্ডিত ডঃ সলিমুল্লাহ খান,গবেষণা করে  ২৩ ধরনের ক্ষয়ক্ষতির হিসাব আশংকা করেন।যেমন পরিবেশের স্বাভাবিক চরিত্র নষ্ট হবে, শুরু হবে অবাধে গাছ কাটা, লাগানো হবে বনে আগুন, মারা পড়বে বন্যজন্তু,কয়লা পোড়া সালফার ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, কার্বন মনো অক্সাইড, কার্বন ডাই-অক্সাইড,ক্লোরোফ্লোরো কার্বন প্রভৃতি মহেশখালী কক্সবাজারের জৈবিক পরিবেশ ও বায়ুমণ্ডলকে খতিগ্রস্থ করবে।এলাকার কৃষিপণ্য খেলে মানবদেহে ছড়িয়ে পড়বে অ্যাজমা, ফুসফুসবাহিত নানা রোগ, এমনকি ক্যন্সারের সম্ভাবনাও থাকবে,বায়ু ও শব্দ দূষণ, তাপমাত্রা বাড়বে,বৃষ্টিপাত কমতে পারে ও এসিড বৃষ্টি হতে পারে,ভু-পৃষ্ঠের পরিবর্তন অত্যাদিক মাত্রায় হতে পারে,মহেশখালীর  ও তার সন্নিহিত গ্রাম অঞ্চলে প্রাণী ও উদ্ভিদ সম্পদ এর মারাত্মক হ্রাস,জীব বৈচিত্র হ্রাস ও ধ্বংস হবে, বন্য জীববিনাশ, পালিত মৎস্য সম্পদ এর ক্ষতি পরিবেশ বিজ্ঞানীরা কি রায় দিয়েছিলেন।ড. আনচারুল করিম বলেছেন,আবাসিক এলাকা কৃষিজমি এবং বনাঞ্চলের আশেপাশে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মান করার অনুমতি প্রদান করা হয় না।তাহলে কি হাইকোর্টের কেন রুল ছাড়া,কোন কিছুকে তোয়াক্কা না করে সরকার একলাচলা নীতিতে হাটছে। অনেকে মনে করছেন আমরা লেখকেরা NTPC কোম্পানি ভারত, চীন, একনেক জাপান, আমেরিকা, রাশিয়া,চীনের বিরোদীতা করি,আসলে তা নয় কোন কোম্পানির হাতে যদি অসম চুক্তির কারনে অল্প কিছু লুটেরাদের জন্য জনগনের  স্বার্থের উপর আঘাত হানে তখনেই মিডিয়া বিরোধিতা করে।আমরা দেশের উন্নয়ন বিরোধী না, আমরা এই দেশের মানুষ, আমরা এই দেশকে ভালোবাসি, ভালোবাসি এই দেশের মাটিকে প্রত্যেকটি ধূলিকনাকে। আমরা এই দেশকে এমন ভাবে সাজাতে চাই যাতে আমাদের পরবর্তী প্রজন্ম সুন্দর পরিবেশে থাকতে পারে। এই দেশের উন্নয়নে বিরোধিতা তো দুরের কথা আমরা উন্নয়নের অংশীদার হতে চাই। বিদ্যুৎ আমরা সবাই চাই, বিদ্যুৎ ছাড়া কোন দেশের উন্নয়ন সম্ভব না। কিন্তু বিদ্যুৎ সমস্যার সমাধান করতে গিয়ে কেন দেশের বৃহৎ ক্ষতি করা হবে? প্রাকৃতিক পরিবেশ,মানুষের প্রতিদিনের জীবন,মানব ফুসফুস ধ্বংস করে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কোনো যৌক্তিকতা,বাস্তবতা নেই,থাকতে পারে না,হতে দেওয়া মহেশখালী না শুধু কক্সবাজারের ও বোকামী।গভীর সমুদ্র বন্দর অতলে,কক্সবাজার সমুদ্র সৈকতকে দুনিয়ার সেরা বিচে পরিনত করার মাস্টার প্ল্যান,ইনানীকে ইকোটুরিজম পার্ক,ডিজিটাল এরিয়া টেকনাফ, রেললাইন গ্যাস লাইন,ডিজিটাল বিমানবন্দর,এসব স্বপ্ন দেখানো কথার বাস্তবতা কোথায়।আদৌও কি কক্সবাজারবাসী কোন সত্যিকার নাগরিক সুবিধা পাচ্ছে রাজস্ব অনুযায়ী।আমি চ্যালেন্জ করে বলতে পারি ৫বছর সরকার কক্সবাজারের সমস্ত রাজস্ব কর ট্যাক্স মওকুফ করলে,নিজের টাকা দিয়ে কক্সবাজার নিজেই মর্ডান হতে পারবে।বিদ্যুৎ উৎপাদনের অনেক বিকল্প পথ আছে,শুধু কি কয়লায় পৃথিবীর উল্টো নিয়মে।
যদিও পরে তাপ বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি ঠাণ্ডা করার জন্য প্রচুর ঠাণ্ডা পানির প্রয়োজন হয়। তাই বিদ্যুৎকেন্দ্র সাধারণত যথেষ্ট সুপেয় পানির প্রবাহবিশিষ্ট পাম্প নদীর কূলে বসানো হয়।নদীর পানির লবণাক্ততা বেশি হলে,সুপেয় পানির জন্য গভীর নলকূপ বসানো দরকার পড়ে।তাহলে মহেশখালীতে যে পরিমাণ নলকূপ প্রয়োজন হবে তাতে কয়েক বর্গকিলোমিটার জুড়ে এলাকায় উপরের স্তরে পানিশূন্যতা দেখা যাবে এবং কেন্দ্রের ৮০০ একর এলাকার বাইরে কয়েকগুণ বিস্তৃত এলাকা জুড়ে খরায়ন হবে।
 আরেক বিষয় লক্ষ্যনীয় তা হলো,মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প,ও ভাসমান বিদ্যুৎকেন্দ্র, ও ভাসমান গ্যাস যদি হয় তাহলে বিদ্যুৎকেন্দ্রের জন্য,প্রথম পর্যায়েই দৈনিক ১৩,০০০ টন কয়লা লাগবে যা বিদেশ থেকে জাহাজে আমদানি করতে হবে।কক্সবাজারের দক্ষিণে বাকখালী নদীর মোহনা,বা মাতামুহুরী  দিয়ে প্রবেশ করে নদী পথে মাতারবাড়ি প্রকল্প সাইট পর্যন্ত কয়লা পরিবহন করতে হবে। সমুদ্রগামী কয়লা জাহাজের নূন্যতম ওজন ৩০,০০০ টন ধারণ ক্ষমতা যার ড্রাফট ৮ মিটার।চকরিয়া,বাকখালী  নদী অগভীর।কক্সবাজারের টাইগার পয়েন্ট পর্যন্ত সমুদ্রগামী জাহাজ যেতে পারবে সেখান থেকে বৃহত্তরসংখ্যক হালকা নৌযানে কয়লা স্থানান্তর করতেই হবে। এই হালকা নৌযান টাইগার পয়েন্ট থেকে মাতারবাড়ি  পর্যন্ত কয়লা বহন করবে। কিন্তু এ ব্যবস্থা সত্ত্বেও নদী পথে প্রয়োজনীয় ড্রাফট বজায় রাখার জন্য অন্তত ১০ কিলোমিটার নৌ-পথ প্রতিবছর ড্রেজিং করে যেতে হবে। এই জাহাজ চলাচল, কয়লা স্থানান্তর ও ড্রেজিং কাজে আলোক দূষণ, শব্দ দূষণ, কয়লা পানিতে পতন, ধোঁয়া ও দুর্ঘটনার দরুণ জাহাজে ব্যবহৃত তেল ও বর্জ্য দ্বারা দূষণ হবে। পথিমধ্যে সোনাদিয়াতে ডলফিন, তিমি,খচ্চপ অভয়াশ্রম পড়বে, সেগুলির অভয়াশ্রমের চরিত্র মুছে যাবে।অন্যান্য জলচর এমনকি স্থলচর বন্যপ্রানী আতঙ্কিত,প্রকৃতি শুন্য হবে,বিশ্বের সেরা শীতকালীন চামচটুঠো বাটন অদৃশ্য ও ক্ষতিগ্রস্ত হয়ে স্থানান্তরে চলে যেতে পারে।শতগুণ কোলাহল আলোকক্ষেপণ কয়লা ও তৈল দূষণ হবে,কক্সবাজার সাগর উপকুল থাকবেনা,নষ্ট হয়ে যাবে ফলে দেড় লক্ষ মানুষের ভাতের রোজগার সাগরের আয় হবেনা,কারন মাছের বিচরণ সাগরে কমে যাবে।তাহলে একটা কয়লা বিদ্যুত কেন্দ্র কি দেড় লাখ জেলে পল্লীর বুকে আগাত হানতেছে।সে ব্যাপারে সরকারের বিশেষত পরিবেশ মন্ত্রণালয়ের সহনশীল ও ভূমিকা কতোটুকু রয়েছে জনগন বুঝতেছেনা কেন।সরকারী সুত্রে জানা যায়,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় মহেশখালীতে  এসপিএম ট্যাংক ফার্ম নির্মাণের জন্য ৩৩ একর জমি চেয়েছে। পাশাপাশি কুয়েত পেট্রোলিয়াম কমপ্লেক্স নির্মাণ করার জন্য এক হাজার একর, মহেশখালী-আনোয়ারা গ্যাস পাইপ প্রকল্পের জন্য ১৪ একর এবং এলএনজি টার্মিনালের জন্য ৭০০ একর জমি চাওয়া হয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে।নৌপরিবহন মন্ত্রণালয় সেখানে একটি গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য ছয় হাজার হেক্টর জমি চেয়েছে। বিদ্যুৎ বিভাগ মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুেকন্দ্র নির্মাণের জন্য সেখানে আলাদা একটি গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য জমি চেয়েছে এক হাজার ৬৫০ একর।এ ছাড়া সিঙ্গাপুরের সঙ্গে সরকারি পর্যায়ে ৭০০ মেগাওয়াট বিদ্যুেকন্দ্র নির্মাণ করতে এক হাজার ২০০ একর জমি চাওয়া হয়েছে। সব মিলিয়ে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে মহেশখালীতে ১১ হাজার ৫৫০ একর জমি বরাদ্দের সুপারিশ রয়েছে।আদৌও কি এতো জায়গা মহেশখালীতে আছে,নাকি মন্ত্রনালয় গুলো একটার আগে আরেকটা সমঝোতাহীন প্রতিযোগিতা করেছে।দেশের চাহিদা মতো বিদ্যুত কি অন্য উপায়ে উৎপাদন করা সম্ভব নয়? যদিও সম্ভব কত সময়ে লাগবে?আমরা কি পারিনা পুরনো অদক্ষ বিদ্যুৎ উৎপাদনগুলোকে নবায়ন করে ২০০০ মেগাওয়াট বিদ্যুৎ বাড়ানো, কো-জেনারেশনের মাধ্যমে ৫০০ মেগাওয়াট,নবায়ন যোগ্য জ্বালানির মাধম্যে ১০০০ মেগাওয়াট,লোড ব্যবস্থাপনা ও সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহারের মাধম্যে নুন্যতম ১০০০ মেগাওয়াট সাশ্রয়,৪৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে ১ বছরের মত সময় লাগবে মাত্র।৩০০০-৪০০০ কোটি টাকা লাগবে মাত্র।বিদেশী ডলারের কি দরকার দাতা দেশ তো কন্ডিশন ছাড়া বাংলাদেশকে সাহায্য করেনা।সময় সুযোগে সকলে বাংলাকে বুকে নেয় যাবার সময় সীমান্তে ঠিকেই মারে পরে বলে মিসটেক।
 বিশ্ব শান্তির অগ্রদুত,সাউথ অব দ্যা আর্থ  ভুষিত, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনকের কন্যা,সে কখনো কোন গ্রাম কোন জেলা ক্ষতি করে কোন প্রকল্প বাস্তবায়ন করেনা।হয়তো মহেশখালীর বিষয়ে বড় ধরনের কোন গাফলা করেছে পরিবেশ রিপোর্ট,ইআইএ রিপোর্ট, মন্ত্রনালয় কতৃক বাচাই কমিটির দুরদর্শীপুর্ন রিপোর্ট। যার কারনে মাতারবাড়ি কয়লা বিদ্যুত কেন্দ্র  হচ্ছে। হয়তো আরেকবার ভেবে দেখা দরকার আদৌও সম্ভব কিনা কয়লা ছাড়া সরকারের সব প্রকল্পের কাজ বাস্তবায়ন করা।কারন ইতিমধ্যেই নানা দুর্নীতির খবর ঢাকায় পৌছেছে।পুনঃরায় বিষয়টি তদন্ত করে সঠিক তথ্য পুর্ন রিপোর্ট প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়ে,দেশপ্রেমের আরেকটি নজির স্থাপন করতে পারে দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।অনেকে দেশের দেশপ্রেমের গান গায়।যদিও দেশপ্রেম মহৎ জিনিস, কিন্তু অতিদেশপ্রেম হলে আবার প্রেমটাই মুখ্য হয়ে উঠে দেশের কথা তাদের  চিন্তায় থাকেনা।মুরব্বিদের মুখে শুনেছি,স্বয়ং পাগল ও নাকি নিজের ক্ষতি করেনা।তাহলে আমরা কোন পাগল মহেশখালীর কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বেলায়।

 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া