adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘ইউনিসকে ব্যাটিং কোচ করায় প্রমাণ হয় পিসিবি অব্যবস্থাপনায় ভরা একটা প্রতিষ্ঠান’

স্পোর্টস ডেস্ক : ইউনিস খানকে পাকিস্তানের ব্যাটিং কোচ বানানো ভুল সিদ্ধান্ত ছিল বলে মনে করেন শোয়েব আখতার। তিনি বলেন, ইউনিসকে একাডেমির দায়িত্ব দিলেই ভালো হতো। তিনি তরুণ ক্রিকেটারদের গড়ে তুলতে পারতেন।

টেস্ট ক্রিকেটে পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক ইউনিস। তার সামর্থ্যরে কথা চিন্তা করেই গত জুনে ইংল্যান্ড সফরের জন্য এই সাবেক ব্যাটসম্যানকে ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবার সেই সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুললেন শোয়েব।

তিনি এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, ইউনিস খানকে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ বানানোটা ভুল সিদ্ধান্ত। এটা উচিত হয়নি। তাঁর মতো ক্রিকেটারকে বরং জাতীয় ক্রিকেট একাডেমির কোচ করা উচিত ছিল।
শোয়েবের মতে পাকিস্তানের ব্যাটিং কোচ হওয়ার যোগ্য দাবিদার ছিলেন আরেক সাবেক তারকা মোহাম্মদ ইউসুফ। শোয়েব বলেছেন, আমার মনে হয় মোহাম্মদ ইউসুফ হতে পারত এ পদের সবচেয়ে যোগ্য ব্যক্তি।

পিসিবিকে কাজের ধরণ বদলানোর আহ্বান জানিয়ে শোয়েব বলেন, আমার মনে হয় পিসিবি অব্যবস্থাপনায় ভরা একটা প্রতিষ্ঠান। তারা ভালো লোকদের দূরে সরিয়ে রাখতে চায়। যারা ক্রিকেটের ভালো চায়, সৎ ও যোগ্য ব্যক্তি, তাদের যদি পিসিবি এভাবে দূরে ঠেলে দেয় তাহলে পাকিস্তানের ক্রিকেট আরও নিচের দিকে যাবে।

দায়িত্ব পেলে পিসিবিকে ঢেলে সাজাতেন শোয়েব। দল সাজাতে কোনো অভ্যন্তরীণ চাপ গ্রহণ করতেন না বলেই জানালেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। তিনি বলেন, আমি যদি পিসিবির দায়িত্ব পেতাম, তাহলে বিদেশি বিনিয়োগ আনার ব্যবস্থা করতাম। আমি এমনভাবে কাজ করতাম যাতে কেউই আমাকে ফোন করে তাদের পছন্দের ক্রিকেটারদের দলে ঢোকাতে বলার সাহস পেত না। – তথ্য সূত্র, ক্রিকফ্রেঞ্জি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া