adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাত ২টায় আর্জেন্টিনা – নেদারল্যান্ডস, ১৯৭৮ সালের বিশ্বকাপের পুনরাবৃত্তি?

স্পোর্টস ডেস্ক : ১৯৭৮ সালের ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্বাগতিক আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল ডাচরা৷ সেবার নেদারল্যান্ডসকে হারিয়ে শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা৷ ডাচরা হারে ৩-১ গোলে৷ ব্রাজিল বিশ্বকাপে আবারো মুখোমুখি এই দুদল৷
এ যেন ইতিহাসের পাতা থেকে উঠে আসা এক ছবি৷ কারণ বুধবার, সাও পাওলোতে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবল দ্বিতীয় সেমিফাইনালে আবারো মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডস৷ ১৯৯০ সালের পর এই প্রথম সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা৷ তাই ভক্তদের আশা আর্জেন্টিনা এবার শিরোপা খরা কাটিয়ে উঠবে৷
এটা খুবই স্বাভাবিক যে গত ম্যাচে ডি মারিয়ার থাই মাসল ইনজুরির কারণে আর্জেন্টিনা পুরোটাই নির্ভর করবে মেসির উপর৷ ফলে আগের চেয়েও বার্সা তারকার উপর চাপ বাড়বে বই কমবে না৷ ডাচদের মতো এবারের বিশ্বকাপে প্রতিটি ম্যাচেই জিতেছে আর্জেন্টিনা৷
ডি মারিয়া দলের না থাকায় ব্যথিত কোচ আলেহান্দ্রো সাবেলা৷ তিনি বলেন, ‘মেসি যেন মরুভূমিতে এক মরুদ্যান৷ কেন না মেসির পায়ে যখন বল থাকে, তখন প্রত্যেকেই আশায় উজ্জ্বীবিত হন৷ আর বিপক্ষ দলের জন্য এটাই তখন ভয়ের একটা কারণ হয়ে দাঁড়ায়৷ স্প্যানিশ স্পোর্টস ডেইলি মার্কাকে দেয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন, আর্জেন্টিনা আমার দেশ, আমার পরিবার, আমার আবেগ প্রকাশের পথ৷ আমার দেশের মানুষকে খুশি করতে আমি সব রেকর্ড ভাঙতে পারি৷
তিনি বলেন, এবারের বিশ্বকাপের প্রতিটা ম্যাচে আমরা জিতেছি৷ আশা করি, এ ধারা যেন ফাইনাল পর্যন্ত অব্যাহত থাকে৷ এছাড়াও আর্জেন্টাইন ভক্তদের জন্য আশার খবর হলো, ইনজুরি কাটিয়ে এবার দলে ফিরতে পারেন স্যার্খিও আগুয়েরো-ও৷ তবে আর্জেন্টিনার বিপক্ষে ডাচদের রেকর্ড কিন্তু ভালো৷ বিশ্বকাপে চার বার মুখোমুখি হয়েছে দুই দল৷ হল্যান্ড জিতেছে দুটিতে, আর্জেন্টিনা একটিতে৷ একটি ম্যাচ ড্র হয়েছে৷ ১৯৭৪ সালে দ্বিতীয় রাউন্ডে হল্যান্ডের বিপক্ষে চার গোলে হেরে বিদায় নেয় আর্জেন্টিনা৷ ১৯৯৮ সালে কোয়ার্টচার ফাইনালে ২-১ গোলে আর্জেন্টিনাকে হারায় হল্যান্ড৷ আর ২০০৬ সালে প্রথম রাউন্ডে দুপক্ষের মধ্যে ড্র হয়৷
১৯৭৮-এর ফাইনালের উল্লেখ করে ডাচ গোলরক্ষক টিম ক্রুল বলেন, আমরা যদি শিরোপা জিতি তখনই বলতে পারব যে, আমরা আর্জেন্টিনার উপর উপযুক্ত প্রতিশোধ নিয়েছি৷ তার আগে নয়৷ ডাচ কোচ লুইস ফান খালের মতে, আর্জেন্টিনা একটি চমতকার দল৷ কেন না প্রত্যেকটি খেলোয়াড়ের নিজস্ব স্টাইল আছে, যেমন মেসি৷ কিন্তু প্রথমার্ধে খেলোয়াড়দের নৈপুণ্য তারা পুরোটা ব্যবহার করে না৷ অর্থাত লুইস ফান খালের চেষ্টা থাকবে দলকে এমন করে প্রশিক্ষণ দেয়া যাতে তারা প্রথমার্ধেই এগিয়ে থাকে৷
ডি মারিয়া ইনজুরি আক্রান্ত হলেও মেসি থাকায় সাবেলা আপাতত চিন্তিত নন৷ তবে আরিয়েন রবেন আর ফান প্যার্সিকে আর্জেন্টিনার জন্য হুমকি বলে মনে করছেন তিনি৷ এদিকে, চোটের কারণে সেমিফাইনালে হল্যান্ডের বিপক্ষে থাকছেন না আনহেল ডি মারিয়া৷ আর্জেন্টিনার এই মিডফিল্ডারের বিকল্প কে হতে পারেন এ নিয়ে জল্পনা-কল্পনার সীমা নেই৷

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া