adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লিবিয়ায় অভিবাসন প্রত্যাশীদের নৌকায় ৫০ মৃতদেহ

full_381546076_1440645698আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকার খোল থেকে ৫০টিরও বেশি মৃতদেহ উদ্ধার করেছে ইতালিয় কোস্টগার্ড।

এছাড়াও নৌকাটি থেকে প্রায় ৪৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন ইতালিয় কোস্টগার্ডের একজন মুখপাত্র।

অভিবাসন প্রত্যাশীদের নৌকাটিকে সাহায্য করতে গিয়ে ইউরোপীয় ইউনিয়নের ফ্রনটেক্স বর্ডার কন্ট্রোল এজেন্সির সঙ্গে দায়িত্ব পালনরত সুইডিশ জাহাজ পোসেইদন এসব লাশের খোঁজ পায়।

ওই মুখপাত্র আরো বলেন, লিবিয়া উপকূল থেকে ৫০ কিলোমিটার দূরে বুধবার মোট ১০টি নৌকা থেকে সাহায্যের আবেদন পাওয়া গেছে। এর মধ্যে পাঁচটির উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে। বাকিগুলো প্রক্রিয়াধীন রয়েছে।
সম্প্রতি লিবিয়া উপকূলে কয়েক হাজার অভিবাসী মারা গেছে এবং আরো কয়েক হাজার অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর আগে, আগস্টের শুরুতে নৌকার খোল হতে ৪৯জনের মৃতদেহ উদ্ধার করেছিল ইতালিয় নৌসেনা। 
জাতিসংঘের ভাষ্য অনুযায়ী, চলতি বছরে নৌকায় করে ইউরোপ পাড়ি দিতে গিয়ে এ পর্যন্ত অন্তত দু হাজার অভিবাসন প্রত্যাশী প্রাণ হারিয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া