adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইতালিতে এক বাংলাদেশি করোনায় আক্রান্ত, আইসিইউতে

আন্তর্জাতিক ডেস্ক : ইতালিতে প্রথমবারের মতো একজন বাংলাদেশি নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

করোনায় আক্রান্ত বাংলাদেশির বয়স আনুমানিক ৩৩/৩৪ বছর। তিনি মাদারীপুর জেলার নাগরিক এবং ইতালীতে ৮/৯ বছর ধরে আছেন। তিনি ঢাকা নটরডেম কলেজের ছাত্র ছিলেন।

করোনায় আক্রান্ত ওই বাংলাদেশি উত্তর ইতালিতে থাকেন। কিছুদিন আগে তার হঠাৎ ঠাণ্ডা-জ্বর হলে হাসপাতালে যান। কর্তব্যরত ডাক্তার তাকে পরীক্ষা করলে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েনি। ফলে তিনি বাসায় চলে যান।

এরপর ৩ দিন আগে আবারও তিনি অসুস্থ হয়ে পড়লে Azienda Ospedaleria di Padova-তে যান। এবং তার দেহে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর তাকে সাথে সাথেই হাসপাতালে ভর্তি করা হয়।

তার স্বাস্থ্যগত পরিস্থিতি খারাপের দিকে যেতে থাকায় গতরাতে তাকে আইসিইউ-তে নেওয়া হয়েছে।

করোনাভাইরাসে এখন সবচেয়ে খারাপ অবস্থা ইতালিতে। ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ইতালিতে ১৬৮ জনের প্রাণহানি রেকর্ড করা হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬৩১ জনে। আর আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে।

করোনা ভাইরাসের ছোবলে পুরো ইতালি স্থবির হয়ে পড়েছে। শহরগুলো পরিণত হয়েছে ভুতুড়ে নগরীতে। পুরো দেশ যেন এক আতংকের নগরী। সোমবার রাতে আকষ্মিকভাবে পুরো দেশ রেডজোনের আওতাভুক্ত ঘোষণা করায় গৃহবন্দী হয়ে পড়েছে দেশটির সাড়ে ৬ কোটিও বেশি মানুষ। আগামী ৩ এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান, মিউজিয়াম, থিয়েটার, সিনেমা, স্টেডিয়াম, কনসার্টসহ জনসমাগমের স্থানসমূহ বন্ধ ঘোষণা করা হয়েছে। রোমের বাংলাদেশ দূতাবাসও মঙ্গলবার থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছে। আন্তর্জাতিক রুটের ২টি বাদে অন্যান্য সব ফ্লাইট এবং ইউরোপের জনপ্রিয় অভ্যন্তরীণ বিমান- রাইন এয়ার এর সব ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, সারা বিশ্বে সবমিলিয়ে এখন পর্যন্ত করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে গেছে। আক্রান্তের সংখ্যা প্রায় ১ লাখ ১৩ হাজার। আর সারা বিশ্বে করোনাতে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছে এমন মানুষের সংখ্যা সবমিলিয়ে ৬৪ হাজার।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2020
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া