adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শাহরুখ-কাজলের তুই-তুকারি সম্পর্ক!

kajol_95983বিনোদন রিপোর্ট :ছবিতে শাহরুখ-কাজলের রসায়নের মতো বলিউডের আর কোনো নায়ক-নায়িকার জমে না। ছবির বাইরেও তাদের দোস্তি দেখার মতো। একজন আরেকজনকে তুই-তুকারি করে বলেন।

সম্প্রতি দিলওয়ালের এই জুটি এসেছিলেন কলকাতায় ছবির প্রচারণায়। সেখানেই রাতে এক বাড়িতে তাদের নিমন্ত্রণ করা হয়েছিল। তাদের সাক্ষাৎকার নিতে এসেছিলেন সাংবাদিক গৌতম ভট্টাচার্য। আলাপচারিতায় এ রকম দুই ইয়ার-দোস্তের সম্পর্কের গভীরতা টের পাওয়া গেলো।

সাংবাদিক গৌতম ভট্টাচার্য ভাষ্যমতে, শাহরুখ-কাজলের হিন্দিতে ওদের মধ্যে কথা হতে শুনিনি। পরস্পরকে সম্বোধনটা তখন তাই বুঝতে পারিনি। ইংরেজি ‘ইউ’ মানে তুমি হতে পারে, তুই-ও হতে পারে। পরে জেনে এতটুকু আশ্চর্য হইনি যে, সম্পর্কটা তুইতোকারির। শুধু অবাক লেগেছিল, এ রকম দুই ইয়ার-দোস্ত কী করে ভারতীয় চলচ্চিত্রের সফলতম রোম্যান্টিক জুটি হতে পারে? রোম্যান্স কোথায় এদের মধ্যে? সারাক্ষণ তো চুলোচুলি। ক্রমাগত একজন আরেকজনের পিছনে লাগছেন। প্রতি মাইক্রো সেকেন্ডে লড়াই শুরু করে দিচ্ছেন।

ইন্টারভিউ শুরু হবে কী, তার আগেই খাওয়া নিয়ে দু’জনের খুনসুটি। নিজেকে ফুডি বলতে গর্ব বোধ করা কাজল প্লেট থেকে কয়েকটা কাবাব পরপর অদৃশ্য করে দিচ্ছেন দেখে শাহরুখের সতর্কবাণী, ‘‘কাজল হচ্ছেটা কী? এর পর ডিনারের ব্যবস্থা আছে তো! গৃহস্বামী ভাল বাঙালি খাবারের আয়োজন রেখেছেন। হয়তো বিরিয়ানিও আছে।’’

কাজল অবিচলিত। ‘‘তখন আবার খাব।’’ কাজল ভেবেই পাচ্ছেন না গোটা পাঁচেক কাকোরি কাবাব রাত সওয়া দশটায় নামানোর সঙ্গে ডিনারের কী সম্পর্ক? ‘‘শাহরুখটা একদম খায় না। এত কম খেলে হয়?’’ শাহরুখ আবার ভেবে পাচ্ছেন না, একটা মানুষ খাওয়া নিয়ে কী করে এত ইনভলভড থাকতে পারে।

টেমপারামেন্টেও দু’জনে দু’মেরুর। কাজল যা মুখে আসে তাই সোজাসুজি বলেন। কে কী ভাবল, কে কী মনে করল, তার কোনও রকম তোয়াক্কা না করে। শাহরুখ অনেক সাবধানী। ধৈর্যক্ষমতা তার প্রিয়তম নায়িকার চেয়ে অনেক বেশি। শাহরুখ আবার সুপারস্টারও। এই মুহূর্তে প্ল্যান করেন, পরমুহূর্তে সিদ্ধান্ত বদলান। প্রথমে ঠিক করলেন, ইন্টারভিউ-ডিনারটিনার শেষ করে দক্ষিণ কলকাতার ওই বাড়ি থেকেই সোজা এয়ারপোর্ট। ভোর চারটেয় ফ্লাইট ধরবেন। গুগলে এই সময় যে কোনও কলকাতা-মুম্বই ইন্ডিগো, জেট বা এয়ার ইন্ডিয়া দেখাচ্ছে না তো কী! তিনি কি দেশের এয়ারলাইন্সের উপর নির্ভরশীল নাকি? চার্টার্ড ফ্লাইটে এসেছেন। যখন ইচ্ছে ফিরবেন। শোনা গেল সেটা বদলে দাঁড়িয়েছে বুধবার দুপুর বারোটা।

কাজল ইতিমধ্যে মৃদু শাসানি শুরু করেছেন শাহরুখ, বারোটা মানে কিন্তু বারোটা। আমি যেন তখন না শুনি যে, আবার টাইমিং বদলেছে। বা তুই বলছিস, বেবি, আর একটু ঘুমিয়ে নেব। আমি কিন্তু স্ট্রেট তোর ঘরে ঢুকে জল ঢেলে দেব। গোয়ায় কী করেছিলাম মনে আছে তো। শাহরুখের সন্ত্রস্ত মুখচোখ দেখে মনে হল, ভালই মনে আছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া