adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মুরগির রাস্তা পারাপারে ট্রাফিক জ্যাম!

আন্তর্জাতিক ডেস্ক : অবিশ্বাস্য মনে হলেও সত্যি, অজ্ঞাতপরিচয় এক পথচারী পুলিশকে ফোনে জানালেন, একটি মুরগি রাস্তা পার হচ্ছে। আর সে কারণে রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে।
পথচারীর ফোনের জবাবে পুলিশ কর্মকর্তা সার্জেন্ট পেট সিম্পসন অবাক হয়ে যান। এরপর তিনি পাল্টা প্রশ্ন করে বলেন, এটা কি সত্যি!
উত্তরে পথচারী বলেন, হ্যাঁ। 
তিনি নিশ্চয়তা দিয়ে সার্জেন্টকে বলেন, আমি আসলে দুষ্টুমি বা মজা করছি না। সত্যি সত্যিই মুরগি রাস্তা পার হচ্ছে।
সার্জেন্টের ফের প্রশ্ন, মুরগি কি একটাই নাকি আরো আছে?
পথচারী আবার ফোনে বলেন, নাহ, মুরগি একটাই। আর মুরগির রাস্তা পারাপারের জন্যই রাস্তায় জ্যামের সৃষ্টি হয়েছে।
এরপর সার্জেন্ট সিম্পসন তার সহকর্মীদের বিষয়টি খোঁজ নিয়ে মুরগিটিকে ধরার নির্দেশ দেন। কিন্তু সেটিকে আর খুঁজে পাওয়া যায়নি। সূত্র : বা নি
সোমবার সন্ধ্যায় নর্থ পোর্টল্যান্ডের ওরেগনে ঘটনাটি ঘটার পর সার্জেন্ট সিম্পসন তার অফিসিয়াল নোটে লেখেন- পুলিশ মুরগিটির উদ্দেশ্য শনাক্ত করতে ব্যর্থ হয়েছে। 
বার্তা সংস্থা এপি খবরটির শিরোনাম দিয়েছে- ‘নো জোক: চিকেন ক্রসিং রোড ব্লকস ট্রাফিকিং’।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া