adv
১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ভিপি নুর বললেন – এস এম হলের ঘটনায় সোমবারের মধ্যে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে আন্দোলন

ডেস্ক রিপাের্ট : ৮ এপ্রিলের মধ্যে এসএম হলের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ডাকসুর ভিপি নুরুল হক নুর। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপার্চাযের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাৎ শেষে সন্ত্রাস বিরোধী রাজু ভার্স্কযের সামনে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন। (যমুনা টিভি)

এ সময় তিনি বলেন, ‘ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাকসুর সভাপতি এবং আমাদের সর্বোচ্চ অভিভাবক। তার পরেই ভিপির অবস্থান। সে জায়গা থেকে ভিসির সঙ্গে কথা হয়েছে। তিনি আমাদের অভিযোগ শুনেছেন। আমরা বলেছি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হামলায় ছাত্রলীগ জড়িত থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। মঙ্গলবারের ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে সোমবারের মধ্যেই আমরা দৃষ্টান্তমলক ব্যবস্থা দেখতে চাই। যদি প্রশাসন ব্যবস্থা নিতে ব্যর্থ হয় তাহলে আমরা কঠোর কর্মসূচি দেবো।’

বৈঠক সর্ম্পকে ঢাবি উপার্চায বলেন, ডাকসুর ভিপি নুরসহ অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে আমার কথা হয়েছে। তাদেরকে বলেছি, এখন কেন্দ্রীয় ছাত্র সংসদ আছে। যেকোনও দাবি দাওয়া আদায়ে একটি দায়িত্বশীল জায়গা তৈরি হয়েছে। আন্দোলনকারীদের আমি বুঝিয়েছি, এখন যেকোনও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা সম্ভব। আমাদের এখন দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

উল্লেখ্য, ২ এপ্রিল ঢাবির উর্দু বিভাগের মার্স্টাসের শিক্ষার্থী ফরিদ হাসানকে মারধরের ঘটনার অভিযোগপত্র দিতে এসএম হলে যান ডাকসুর ভিপি নুরুল হক নুর, সমাজসেবা সম্পাদক আকতার হোসেন, শামসুন্নাহার হলের ভিপি শেখ তাসনীম আফরোজ ইমি, ছাত্র ফেডারেশনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজির, অরণি সেমন্তি খানসহ কয়েকজন। সে সময় নুরসহ ছাত্রনেতারা হলটির ভেতরে গেলে সেখানে ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের বাধা দেয় ও অবরুদ্ধ করে। এছাড়া ছাত্রলীগের অন্য নেতাদের আপত্তিকর মন্তব্যের শিকার ও তাদের হাতে লাঞ্ছিত হওয়ার অভিযোগ করেছেন সেমন্তি, ইমি ও বেনজির। তাদের গায়ে ডিম ছুড়ে মারা হয়েছে বলে দাবি করেছেন তারা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2019
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া