adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গার্মেন্ট কারখানায় নাশকতাকারীদের কঠোরভাবে দমনের নির্দেশ

Tbig-ybtb-trezjag20131119150628ঢাকা: গার্মেন্ট কারখানাগুলোতে চলমান ভাঙ্চুর ও নাশকতা ঠেকাতে জড়িতদের কঠোরভাবে দমনের নির্দেশ দেওয়া হয়েছে।



মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশ প্রশাসনকে এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে বলে অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু।



এর আগে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমই) নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার দফতরে বৈঠক করেন এবং সরকারের কাছে গার্মেন্ট কারখানার নিরাপত্তা চান। 



বৈঠক শেষে বিজিএমইএ নেতারা ও স্বরাষ্ট্রমন্ত্রী কেউই সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।



তবে প্রতিমন্ত্রী শামসুল হক টুকু তার দপ্তরে অনানুষ্ঠানিকভাবে কয়েকজন সাংবাদিককে বলেন, গার্মেন্ট কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।নাশকতা, ভাঙ্চুর করার সঙ্গে জড়িতদের ফৌজদারি আইনে বিচারের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।এমনকি কোনো রাজনৈতিক দল, শ্রমিক সংগঠনও যদি এর সঙ্গে জড়িত থাকে তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 



গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ২ শ্রমিক নিহতের ঘটনা সর্বত্র ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার সকাল থেকে আশুলিয়া ও এর আশপাশের গার্মেন্ট অধ্যুষিত এলাকাগুলোতে দেখা দেয় চরম উত্তেজনা। 



এ বিষয়ে বেলা সাড়ে ১২টায় বিজিএমইএ নেতারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, শ্রম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন।



বৈঠকে বিজিএমইএ’র সাবেক সভাপতি ও বাংলাদেশ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন’র সভাপতি আবদুস সালাম মুর্শেদীসহ বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।



প্রসঙ্গত, তাজরীন ও রানা প্লাজা ট্র্যাজেডিতে সহস্রাধিক শ্রমিকের নিহত হওয়ার ঘটনার পর থেকেই ন্যূনতম মজুরি ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে পোশাক শিল্পের পরিবেশ।



পরে এ কে রায় কে চেয়ারম্যান করে ন্যূনতম মজুরি বোর্ড গঠন করা হয় চলতি বছরের ৬ জুন। উক্ত বোর্ডে ৪ নভেম্বর ন্যূনতম মজুরি ৫ হাজার ৩০০ টাকা করার বিষয়ে খসড়া অনুমোদন করে। তারপর থেকেই ফের উত্তপ্ত হয় পোশাক শিল্প। শ্রমিকরা নেমে আসে রাস্তায়। সর্বশেষ এ ঘটনার জের ধরে গাজীপুরে ১৮ নভেম্বর নিহত হন ২ শ্রমিক।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া