adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ-পাকিস্তানের অসম লড়াই আজ

নিজস্ব প্রতিবেদক : টি-২০ ম্যাচে কোন দিক দিয়েই পাকিস্তানের ধারে কাছে যাবার উপায় নেই বাংলাদেশের। এ পর্যন্ত ৩৭টি টি-২০ ম্যাচ  খেলা বাংলাদেশ প্রথম বার পাকিস্তানের মুখোমুখি হয় ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপে। তখন থেকে শুরু করে সর্বশেষ ২০১২ সালে শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে পরাজয় বরণ করে বাংলাদেশ দল।২০০৭  থেকে ২০১৩ পর্যন্ত মোট পাকিস্তানের সঙ্গে খেলা  মোট ছয়টি টি-২০ ম্যাচের সবগুলোতেই হেরেছে বাংলাদেশ। তাই মিরপুরে রোববারে ম্যাচে বাংলাদেশ-পাকিস্তানের লড়াইকে অসম বললে খুব বেশি বলা হবে না। সব পরিসংখ্যানেই এখন পর্যন্ত ফেভারিট দল- পাক শিবির।২০০৭ সালে কোয়ালিফাই পর্বে পাকদের বিপক্ষে বাংলাদেশ হেরেছিল ৩০ রানে। পাকদের সাত উইকেটে ১৯১ রানের জবাবে বাংলাদেশ করেছিল সাত উইকেটে ১৬১ রান। এরপর মূল পর্বে  হেরেছে চার উইকেটে। বাংলাদেশের করা ১৯.৪ ওভারে ১৪০ রানের জবাবে পাকরা করেছে ১৯ ওভারে ছয় উইকেটে ১৪১ রান। ২০০৮ সালে পাক সফরে একমাত্র টি-২০ ম্যাচে করাচি ন্যাশনাল স্টেডিয়ামে পাক শিবির করেছে পাঁচ উইকেটে ২০৩ রান। আর বাংলাদেশ অলআউট ১৬ ওভারে ১০১ রানে।  হেরেছে ১০২ রানে!এরপর ২০১০ সালের টি-২০ বিশ্বকাপে  হেরেছে ২১ রানে। পাকরা করেছে তিন উইকেটে ১৭২ রান। বাংলাদেশ জবাবে অলআউট হয়েছে সাত উইকেটে ১৫১ রান করে। ২০১১ সালে বাংলাদেশ সফরে একমাত্র টি-২০ ম্যাচে পাকরা জিতেছে ৫০ রানের ব্যবধানে। পাকিস্তানের সাত উইকেটে ১৩৫ রানের জবাবে বাংলাদেশ নয় উইকেটে ২০ ওভারে করেছিল সেদিন মাত্র ৮৫ রান!২০১২ সালের টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ হারে আট উইকেটে। বাংলাদেশে ছয় উইকেটে ১৭৫ রানের বিপরীতে পাক শিবির সেদিন দুই উইকেটে ১৮.৪ ওভারে করেছিল ১৭৮ রান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া