adv
৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুভ্রা মুখার্জির শেষ কৃত্যে যোগ দিতে দিল্লি যাচ্ছেন হাসিনা

downloadডেস্ক রিপোর্ট : ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির শেষ কৃত্যে অংশ নিতে নয়া দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশের মেয়ে শুভ্রা মঙ্গলবার সকালে মারা যান। তার বাবার আদি বাড়ি বাংলাদেশের নড়াইল জেলার ভদ্রবিলা গ্রামে।
বুধবার সকালে দিল্লি গিয়ে শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিয়ে বিকালেই শেখ হাসিনা ঢাকায় ফিরবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম।
প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন বোন শেখ রেহানা ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
ভারতের পশ্চিমবঙ্গের সাবেক কংগ্রেস নেতা প্রণব মুখার্জির সঙ্গে বঙ্গবন্ধু পরিবারের ঘনিষ্ঠতা রয়েছে। শুভ্রা মুখার্জি শ্বাসকষ্টে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অমরেন্দ্র ঘোষের মেয়ে শুভ্রা পাঁচ বছর বয়স পর্যন্ত কাটান নিজ গ্রাম ভদ্রবিলায়। এরপর তিনি আবার নানা বাড়ি বসবাস শুরু করেন এবং স্থানীয় চাঁচড়া প্রাথমিক বিদ্যালয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন।
পরে পরিবারের সদস্যদের সঙ্গে ভারত চলে যান। তবে শুভ্রার এক ভাই এখনও ভদ্রবিলা গ্রামে রয়েছেন। ১৯৫৭ সালের ১৩ জুলাই প্রণবের সঙ্গে তার বিয়ে হয়। ওই সময় তারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়তেন। তাদের দুই ছেলে অভিজিত মুখোপাধ্যায় ও সুরজিৎ মুখোপাধ্যায় এবং এক মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া