adv
৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কবিতাঃ ‘মেঘদূত চলে যাও ফিরে অবেলায়’

   ।। প্রদীপ দত্ত ।।

11168035_380593938792505_7322934445763105623_nমেঘদূত বলে দিল তারে-

আষাড়ে,বাতাসে ইশ্বর কণা

অবিসংবাদ তেড়ে ধেয়ে আসে;

শৃংখলা বিপন্ন বরষার বারিধারা।

 বিষের গন্ধে ভেসে যায় চারিদিক,

 প্লাবনে শ্রাবণ এলে।

জাগরিত সবুজের বুকে নব-শিহরণ;

নব-বরষায়,

দু-কূল ছাপানো প্রেম উছলিয়ে পড়ে

মরা গাঙে,

 নব গঙায় মৃত্যুর উৎসব।

 তখন কখনও আমাবতীর চঁন্দ্রে

অংগে,বঙ্গে কালে'র স্রোতে-

 কুমারীর মৃতদেহ ভেসে যায়!

কুমারী নদীর জলে।

 মাগুরার নবগঙ্গা নদীতে মৃতদের

 আত্বার শান্তি কামনায়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া