adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আবারো ম্যাডাম ফুলি

FULIবিনোদন রিপোর্ট : শহিদুল ইসলাম খোকন পরিচালিত আলোচিত ও ব্যবসা সফল ছবির মধ্যে সর্বোচ্চ রেকর্ড ছিলো ‘ম্যাডাম ফুলি’ সিনেমা।
১৯৯৯ সালে মুক্তি পেছিলো সিনেমাটি। এবার এই ছবিটি মুক্তির ষোল বছর পর নির্মিত হতে যাচ্ছে ‘ম্যাডাম ফুলি-২’। তবে পরিবর্তন হচ্ছে ছবিটির পরিচালক। এবার পরিচালক হিসেবে আসছেন আশিকুর রহমান।
এদিকে সিক্যুয়েল ছবিটির জন্য চলতি বছরের এপ্রিলে এফডিসিতে নাম তালিকাভুক্ত করা হয়েছে বলে জানালেন এ পরিচালক।
তবে ম্যাডাম ফুলির চরিত্রে সেই প্রথম ছবির নায়িকা সিমলাকেই দেখা যাবে বলে নিশ্চিত করেছেন নির্মাতা সূত্র। এছাড়াও ছবিটি নির্মাণের জন্য আগের পরিচালক শহিদুল ইসলামের কাছ থেকে অনুমতিও নিয়েছেন বর্তমান পরিচালক।
এই ‘ম্যাডাম ফুলি’তে অভিনয় করে রাতারাতি তারকা-খ্যাতি পান চিত্রনায়িকা সিমলা। শুধু তাই নয়, এই ছবিটি তাকে পাইয়ে দেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
নায়িকা সিমলা জানান, ৫ জুলাই ছবিটি নিয়ে সঙ্গে তার চুক্তি হয়েছে। পূর্ণাঙ্গ পাণ্ডুলিপিটি হাতে পাওয়ার অপেক্ষায় আছেন তিনি। জানা গেছে, চলতি বছরের নভেম্বরের দিকে ছবিটির দৃশ্য-ধারণ শুরু হবে। এখন চলছে চিত্রনাট্য লেখা ও প্রস্তুতিমূলক কাজ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া