adv
৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত ৪০০

Boat1429059523আন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগরে একটি নৌকা ডুবে কমপক্ষে ৪০০ অভিবাসী প্রাণ হারিয়েছে। এসব অভিবাসী লিবিয়া থেকে ইতালির  উদ্দেশে  যাচ্ছিল। 
উদ্ধার হওয়া অভিবাসীরা সেভ দ্য চিলড্রেনকে এসব তথ্য জানিয়েছে।
প্রায় ৫৫০ জন যাত্রী ছিল নৌকাটিতে। লিবিয়া উপকূল থেকে ছেড়ে আসার ২৪ ঘণ্টার মধ্যে নৌকাটি ডুবে যায়। মঙ্গলবার সকালে দক্ষিণ ইতালি থেকে ১৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়।
আবহাওয়া ভালো থাকায় এ সময় ভূমধ্যসাগর দিয়ে মানুষ পাচার বাড়ছে । গত ফেব্রুয়ারিতে নৌকাডুবিতে ৩৩০ জনের মৃত্যু হয়।
ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, গত শুক্রবার থেকে এ পর্যন্ত ভূমধ্যসাগর থেকে প্রায় সাত হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। 
ইতালি লিবিয়ার কাছের দেশ । সাব সাহারীয় অঞ্চলের অধিবাসীরা তাই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া হয়ে ইউরোপে অভিবাসনের চেষ্টা করে থাকে।  ইউরোপে অভিবাসনে ইচ্ছুক আফ্রিকানরা অবৈধ চক্রগুলোর সহায়তায় লিবিয়া থেকে ইউরোপীয় দেশগুলোর উদ্দেশে সাগর যাত্রা করে। আইওএম  জানিয়েছে চলতি বছরে এরই মধ্যে ভূমধ্যসাগরে  এ ধরনের নৌকা ডুবিতে প্রায় ৫০০ যাত্রী মারা গেছেন।  বোঝাই নৌকাগুলো থেকে হাজারের বেশি অভিবাসীকে উদ্ধার করেছিল ইতালি। সূত্র : বিবিসি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া