adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগে : বিএনপির ৭ নেতাকর্মীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির সাত নেতাকর্মীর দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক ২৯ নেতাকর্মীকে খালাস দিয়েছেন।

রোববার (৩ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালত এ রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন খায়রুল, মুক্তার, ওয়াসিম, স্বাধীন, রুবেল, নবি হোসেন ও কামাল।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ১৮ মার্চ রাজধানীর মুগদায় সাধারণ লোকজনকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপ করে অজ্ঞাতনামা আসামিরা। এ ছাড়া একটি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় ১৯ মার্চ রাজধানীর মুগদা থানায় উপপরিদর্শক (এসআই) হামিদ আসামিদের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে ২০১৪ সালের ৩০ এপ্রিল ৩৬ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক দুলাল চন্দ্র ভৌমিক।

এ মামলার বিচার চলাকালীন ১৪ জনের মধ্যে ১১ জন সাক্ষ্য দেন আদালতে। পরে মামলাটি বিচারের জন্য ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বদলি হয়ে আসে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2022
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া