adv
৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৬ মার্চ বিসিএস প্রিলিমিনারি – হলে ক্যালকুলেটর নিষিদ্ধ

BCSনিজস্ব প্রতিবেদক : ৩৫তম বিসিএস’র প্রিলিমিনারি পরীক্ষায় সব ধরনের ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রিলিমিনারি পরীক্ষার আসান বিন্যাস প্রকাশ করে মঙ্গলবার পিএসসির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিসিএসের প্রিলিমিনারি ও লিখিত উভয় পরীক্ষাতেই এরআগে সাধারণ ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ পেতেন প্রার্থীরা। তবে এবার তা নিষিদ্ধ করা হলো। আগামী ৬ মার্চ বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd)  পরীক্ষার আসন বিন্যাস পাওয়া যাবে।
৩৫তম বিসিএসে এবার সর্বোচ্চ ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী আবেদন করেছেন। মোট ২০০ নম্বরে দুই ঘণ্টার প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য থাকবে এক নম্বর। তবে ভুল উত্তরের জন্য দশমিক ৫০ নম্বর কাটা যাবে।
বিসিএসে অংশ নিতে ঢাকা কেন্দ্রের অধীনে এক লাখ ৫৫ হাজার ২৪৪ জন, রাজশাহী কেন্দ্রে ২১ হাজার ৮৭৩ জন এবং চট্টগ্রামে ২০ হাজার ৪৬৯ জন প্রার্থী আবেদন করেছেন।
এছাড়া খুলনা কেন্দ্রে ১৪ হাজার ৭৮ জন, বরিশালে পাঁচ হাজার ৭২৯, সিলেটে নয় হাজার ৮৫৮ জন এবং রংপুর কেন্দ্রের অধীনে পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ১৬ হাজার ৮৫৬ জন।
পরীক্ষার হলে বই, ব্যাগ, মোবাইল, ঘড়ি সদৃশ্য মোবাইল বা কোনো ধরনের ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র নেওয়া যাবে না। পরীক্ষার হলে কারো কাছে এ ধরনের ইলেকট্রনিক ডিভাইস পাওয়া গেলে, তার প্রার্থীতা বাতিল করা হবে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া