adv
৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জুয়াড়িদের সঙ্গে আল-আমিনের কোনো সম্পর্ক নেই: বিসিবি

ALAMINমেহেদী মাসুদ : জুয়াড়িদের সঙ্গে বাংলাদেশ দলের পেসার আল আমিনের  যে কোনো ধরনের সম্পর্ক থাকার কথা নাকচ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ।  বিসিবির  মিডিয়া কমিটি দাবি করেছেন, কেবলমাত্র শৃঙ্খলা ভাঙার কারণেই তাঁকে দেশে ফেরত পাঠানো হয়েছে ।
বিসিবির  মিডিয়া দলের সদস্য জালাল ইউনুস জানান, আকসু আমাদের জানিয়েছে, আল-আমিনের বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই। কেবল দলের নির্দেশ অমান্য করায় আমরা তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি। আল আমিনকে নিয়ে গণমাধ্যমে প্রকাশিত জুয়াড়িদের সঙ্গে যোগাযোগের অভিযোগটি তিনি অস্বীকার করে বলেন এর কোনো সত্যতা নেই।
উল্লেখ্য, গত ১৯ ফেব্র“য়ারি ব্রিসবেনে দলের নিয়মভঙ্গ করে নির্ধারিত সময়ের প্রায় ২-৩ ঘণ্টা পর হোটেলে ফিরে আসেন আল-আমিন। টিম ম্যানেজমেন্টের অনুমতি ছাড়াই রাত ১২টা পর্যন্ত বাইরে থাকার অভিযোগে দল থেকে বাদ দেয়া হয় আল আমিনকে। এর আগে আল-আমিনের ‘রহস্যজনক’ আচরণ বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনকে জানিয়েছে আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তাবিষয়ক ইউনিট (আকসু)।
২০১৩ সালে অভিষেকের পর ছয়টি টেস্ট ও ১১টি ওয়ানডে খেলেছেন আল-আমিন। তেমন অভিজ্ঞ না হলেও ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স তাকে সুযোগ এনে দিয়েছিল বিশ্বকাপ দলে। কিন্তু দূভার্গ্যক্রমে ক্রিকেটের সেরা আসরে একটিও ম্যাচ না খেলেই গতকাল মঙ্গলবার অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে আসেন তিনি।

 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া