adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিচারবহির্ভূত হত্যা ১০৮ – রাজনৈতিক সহিংসতায় নিহত ১৩২

uyfkডেস্ক রিপোর্ট : গত ৬ মাসে বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন ১০৮ জন এবং রাজনৈতিক সহিংসতায় নিহত ১৩২ জন। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত গড়ে প্রতি মাসে ১৮ জন এ হত্যাকাণ্ডের শিকার হন। মানবাধিকার সংস্থা অধিকারের এক ষাণ¥াসিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। অধিকারের ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়Ñ গত ছয় মাসে দেশে ১০৮ জন বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন। এর মধ্যে ক্রসফায়ারে নিহত হয়েছেন ৬৬ জন। এদের মধ্যে ৩৯ জন পুলিশের হাতে, ১৪ জন র‌্যাবের হাতে আর যৌথবাহিনীর হাতে ৮ জন নিহত হয়েছেন। র‌্যাব-বিজিবির হাতে দু’জন ও কোস্টগার্ডের হাতে নিহত হয়েছেন তিনজন। নির্যাতনে সাতজনের মৃত্যু হয়েছে।
এদের মধ্যে পুলিশের হাতে ছয় এবং র‌্যাবের হাতে একজন। ৩০ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। এদের মধ্যে পুলিশের গুলিতে ২০ জন, র‌্যাবের গুলিতে ৪ জন, বিজিবির গুলিতে ২ জন, যৌথবাহিনীর গুলিতে ৩ জন ও সেনাসদস্যের হাতে একজন নিহত হয়েছেন। এ ছাড়া পিটিয়ে হত্যা করা হয়েছে পাঁচজনকে। গতকাল এ প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি।
এ ছাড়াও প্রতিবেদনে হেফাজতে নির্যাতন ও অমানবিক এবং মর্যাদাহানিকর আচরণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে গুম করার অভিযোগ রয়েছে। প্রতিবেদনে গত ছয় মাসে রাজনৈতিক সহিংসতায় ১৩২ জন নিহতের কথা বলা হয়েছে। প্রতিবেদনে উপজেলা নির্বাচন ২০১৪, নারায়ণগঞ্জের-৫ আসনের উপনির্বাচন, মিরপুরে বিহারি ক্যাম্পে হামলা, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সহিংসতা, সভা-সমাবেশে হামলা ও নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমের স্বাধীনতা হরণ, সংগঠন ও মতপ্রকাশের ব্যাপারে সরকারের নেতিবাচক মনোভাব, বাংলাদেশ-ভারত ও মিয়ানমার সম্পর্ক, শ্রমিক অধিকার ও নারীর প্রতি সহিংসতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ছয় মাসে ক্রসফায়ারে নিহত হয়েছে ৬৬ জন। এদের মধ্যে জানুয়ারিতে ২০ জন, ফেব্র“য়ারিতে ১৩, মার্চে ৭, এপ্রিলে ১৪, মে মাসে ৫ ও জুনে ৭ জন নিহত হয়েছেন। নির্যাতনে ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ফেব্র“য়ারিতে ২ জন, মার্চে ১ জন, মে মাসে ২ জন ও জুনে ২ জন। গুলিতে নিহত হয়েছেন ৩০ জন। এর মধ্যে জানুয়ারিতে ১৮, ফেব্র“য়ারিতে ১ জন, মার্চে ৬ জন, এপ্রিলে ৪ জন এবং মে মাসে ১ জন নিহত হয়েছেন। এ ছাড়া পিটিয়ে হত্যা করা হয়েছে পাঁচজনকে। এর মধ্যে এপ্রিল মাস বাদে প্রতি মাসে একজন করে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া গত ছয় মাসে ২৮ জন গুম হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে ১ জন, ফেব্র“য়ারিতে ৭, মার্চে ২ এবং এপ্রিল মাসে ১৮ জন গুম হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ছয় মাসে জেল হেফাজতে ২৬ জনের মৃত্যু হয়েছে। গত ছয় মাসে রাজনৈতিক সহিংসতায় ১৩২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫২২৪ জন। এদের মধ্যে জনুয়ারিতে নিহত হয়েছেন ৫৩ জন, ফেব্র“য়ারিতে ১০ জন, মার্চে ২২ জন, এপ্রিলে ১৭ জন, মে মাসে ১৭ জন, জুনে ১৩ জন।
যৌতুক সহিংসতার ব্যাপারে প্রতিবেদনে বলা হয়, গত ছয় মাসে যৌতুক সহিংসতার শিকার হয়েছেন ১১১ জন। ধর্ষণের শিকার হয়েছেন ২৮৯ জন। যৌন হয়রানির শিকার হয়েছেন ১১৪ জন। এ ছাড়া গত ছয় মাসে গণপিটুনিতে ৬৩ জনের মৃত্যু হয়েছে।
বিএসএফ কর্তৃক মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে প্রতিবেদনে বলা হয়, গত ছয় মাসে বিএসএফের হাতে ১৪ বাংলাদেশী নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৩ জন এবং অপহৃত হয়েছেন ৫৯ জন।
সাংবাদিকদের ওপর আক্রমণের ব্যাপারে প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ছয় মাসে একজন সাংবাদিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ জন। হুমকির সম্মুখীন হয়েছেন ৯ জন। ১৮ জন লাঞ্ছিত হয়েছেন এবং ৫ জন গ্রেফতার হয়েছেন। এ ছাড়া গত ছয় মাসে তৈরী পোশাক শিল্পে ৪৭৫ জন শ্রমিক আহত হয়েছেন।
এসব ঘটনায় অধিকার তার প্রতিবেদনে বেশ কিছু সুপারিশ করেছে। এতে বলা হয়েছে, সরকারকে বিচারবহির্ভূত হত্যাকা- ও নির্যাতনের ঘটনাগুলোর সাথে জড়িত আইন প্রয়োগকারী সংস্থার সংশ্লিষ্ট সদস্যদের বিচারের সম্মুখীন করতে হবে। সরকারকে অবশ্যই নির্যাতনবিরোধী জাতিসংঘ সনদের অপশনাল প্রটোকল অনুমোদন করতে হবে। আইনশৃঙ্খলাকারী বাহিনীর পরিচয় দিয়ে অবৈধভাবে আটক এবং নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করতে হবে এবং এই ব্যাপারে সরকারকে ব্যাখ্যা দিতে হবে। 
অধিকার অবিলম্বে নিখোঁজ হওয়ার বির“দ্ধে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে ডিসেম্বর ২০, ২০০৬ গৃহীত সনদ ‘ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দি প্রোটেকশন অব অল পারসনস্ ফ্রম এনফোর্সড ডিসএপিয়ারেনস্’ অনুমোদন করার জন্য সরকারের কাছে দাবি জানা”েছ। এ ছাড়া, আইনশৃঙ্খলা রাকারী বাহিনীর সদস্যদের সব কর্মকা-ের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং তাদের দায়মুক্তি রোধে সরকারকে ব্যবস্থা নিতে হবে।
রাজনৈতিক সহিংসতা এবং দুর্বৃত্তায়ন বন্ধের জন্য সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সহিংসতা ও দুর্বৃত্তায়নে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে এবং সহিংসতা বন্ধে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে রাজনৈতিক প্রভাবের বাইরে এসে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। অবিলম্বে সব দলের অংশগ্রহণের মাধ্যমে একটি নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। অবিলম্বে মিরপুরের উর্দুভাষী ক্যাম্পে বসবাসকারীদের ওপর হামলার ঘটনায় একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি নিরেপক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে এবং এই ঘটনায় জড়িতদের গ্রেফতার করে বিচারের সম্মুখীন করতে হবে।
সমাজের অন্য নাগরিকদের তুলনায় যেসব নাগরিক তাদের ধর্মবিশ্বাসের কারণে সংখ্যালঘু, তাদের জানমালের সুরক্ষা দিতে হবে এবং তাদের ধর্ম ও সংস্কৃতি চর্চার ক্ষেত্রে তাদের পূর্ণ অধিকার নিশ্চিত করার জন্য সরকারকে বিশেষ ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ বেশ কিছু সুপারিশ করা হয়। নয়া দিগন্ত

ডেস্ক রিপোর্ট : গত ৬ মাসে বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন ১০৮ জন এবং রাজনৈতিক সহিংসতায় নিহত ১৩২ জন। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত গড়ে প্রতি মাসে ১৮ জন এ হত্যাকাণ্ডের শিকার হন। মানবাধিকার সংস্থা অধিকারের এক ষাণ¥াসিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। অধিকারের ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়Ñ গত ছয় মাসে দেশে ১০৮ জন বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন। এর মধ্যে ক্রসফায়ারে নিহত হয়েছেন ৬৬ জন। এদের মধ্যে ৩৯ জন পুলিশের হাতে, ১৪ জন র‌্যাবের হাতে আর যৌথবাহিনীর হাতে ৮ জন নিহত হয়েছেন। র‌্যাব-বিজিবির হাতে দু’জন ও কোস্টগার্ডের হাতে নিহত হয়েছেন তিনজন। নির্যাতনে সাতজনের মৃত্যু হয়েছে।
এদের মধ্যে পুলিশের হাতে ছয় এবং র‌্যাবের হাতে একজন। ৩০ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। এদের মধ্যে পুলিশের গুলিতে ২০ জন, র‌্যাবের গুলিতে ৪ জন, বিজিবির গুলিতে ২ জন, যৌথবাহিনীর গুলিতে ৩ জন ও সেনাসদস্যের হাতে একজন নিহত হয়েছেন। এ ছাড়া পিটিয়ে হত্যা করা হয়েছে পাঁচজনকে। গতকাল এ প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি।
এ ছাড়াও প্রতিবেদনে হেফাজতে নির্যাতন ও অমানবিক এবং মর্যাদাহানিকর আচরণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে গুম করার অভিযোগ রয়েছে। প্রতিবেদনে গত ছয় মাসে রাজনৈতিক সহিংসতায় ১৩২ জন নিহতের কথা বলা হয়েছে। প্রতিবেদনে উপজেলা নির্বাচন ২০১৪, নারায়ণগঞ্জের-৫ আসনের উপনির্বাচন, মিরপুরে বিহারি ক্যাম্পে হামলা, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সহিংসতা, সভা-সমাবেশে হামলা ও নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমের স্বাধীনতা হরণ, সংগঠন ও মতপ্রকাশের ব্যাপারে সরকারের নেতিবাচক মনোভাব, বাংলাদেশ-ভারত ও মিয়ানমার সম্পর্ক, শ্রমিক অধিকার ও নারীর প্রতি সহিংসতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ছয় মাসে ক্রসফায়ারে নিহত হয়েছে ৬৬ জন। এদের মধ্যে জানুয়ারিতে ২০ জন, ফেব্র“য়ারিতে ১৩, মার্চে ৭, এপ্রিলে ১৪, মে মাসে ৫ ও জুনে ৭ জন নিহত হয়েছেন। নির্যাতনে ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ফেব্র“য়ারিতে ২ জন, মার্চে ১ জন, মে মাসে ২ জন ও জুনে ২ জন। গুলিতে নিহত হয়েছেন ৩০ জন। এর মধ্যে জানুয়ারিতে ১৮, ফেব্র“য়ারিতে ১ জন, মার্চে ৬ জন, এপ্রিলে ৪ জন এবং মে মাসে ১ জন নিহত হয়েছেন। এ ছাড়া পিটিয়ে হত্যা করা হয়েছে পাঁচজনকে। এর মধ্যে এপ্রিল মাস বাদে প্রতি মাসে একজন করে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া গত ছয় মাসে ২৮ জন গুম হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে ১ জন, ফেব্র“য়ারিতে ৭, মার্চে ২ এবং এপ্রিল মাসে ১৮ জন গুম হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ছয় মাসে জেল হেফাজতে ২৬ জনের মৃত্যু হয়েছে। গত ছয় মাসে রাজনৈতিক সহিংসতায় ১৩২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫২২৪ জন। এদের মধ্যে জনুয়ারিতে নিহত হয়েছেন ৫৩ জন, ফেব্র“য়ারিতে ১০ জন, মার্চে ২২ জন, এপ্রিলে ১৭ জন, মে মাসে ১৭ জন, জুনে ১৩ জন।
যৌতুক সহিংসতার ব্যাপারে প্রতিবেদনে বলা হয়, গত ছয় মাসে যৌতুক সহিংসতার শিকার হয়েছেন ১১১ জন। ধর্ষণের শিকার হয়েছেন ২৮৯ জন। যৌন হয়রানির শিকার হয়েছেন ১১৪ জন। এ ছাড়া গত ছয় মাসে গণপিটুনিতে ৬৩ জনের মৃত্যু হয়েছে।
বিএসএফ কর্তৃক মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে প্রতিবেদনে বলা হয়, গত ছয় মাসে বিএসএফের হাতে ১৪ বাংলাদেশী নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৩ জন এবং অপহৃত হয়েছেন ৫৯ জন।
সাংবাদিকদের ওপর আক্রমণের ব্যাপারে প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ছয় মাসে একজন সাংবাদিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ জন। হুমকির সম্মুখীন হয়েছেন ৯ জন। ১৮ জন লাঞ্ছিত হয়েছেন এবং ৫ জন গ্রেফতার হয়েছেন। এ ছাড়া গত ছয় মাসে তৈরী পোশাক শিল্পে ৪৭৫ জন শ্রমিক আহত হয়েছেন।
এসব ঘটনায় অধিকার তার প্রতিবেদনে বেশ কিছু সুপারিশ করেছে। এতে বলা হয়েছে, সরকারকে বিচারবহির্ভূত হত্যাকা- ও নির্যাতনের ঘটনাগুলোর সাথে জড়িত আইন প্রয়োগকারী সংস্থার সংশ্লিষ্ট সদস্যদের বিচারের সম্মুখীন করতে হবে। সরকারকে অবশ্যই নির্যাতনবিরোধী জাতিসংঘ সনদের অপশনাল প্রটোকল অনুমোদন করতে হবে। আইনশৃঙ্খলাকারী বাহিনীর পরিচয় দিয়ে অবৈধভাবে আটক এবং নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করতে হবে এবং এই ব্যাপারে সরকারকে ব্যাখ্যা দিতে হবে। 
অধিকার অবিলম্বে নিখোঁজ হওয়ার বির“দ্ধে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে ডিসেম্বর ২০, ২০০৬ গৃহীত সনদ ‘ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দি প্রোটেকশন অব অল পারসনস্ ফ্রম এনফোর্সড ডিসএপিয়ারেনস্’ অনুমোদন করার জন্য সরকারের কাছে দাবি জানা”েছ। এ ছাড়া, আইনশৃঙ্খলা রাকারী বাহিনীর সদস্যদের সব কর্মকা-ের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং তাদের দায়মুক্তি রোধে সরকারকে ব্যবস্থা নিতে হবে।
রাজনৈতিক সহিংসতা এবং দুর্বৃত্তায়ন বন্ধের জন্য সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সহিংসতা ও দুর্বৃত্তায়নে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে এবং সহিংসতা বন্ধে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে রাজনৈতিক প্রভাবের বাইরে এসে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। অবিলম্বে সব দলের অংশগ্রহণের মাধ্যমে একটি নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। অবিলম্বে মিরপুরের উর্দুভাষী ক্যাম্পে বসবাসকারীদের ওপর হামলার ঘটনায় একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি নিরেপক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে এবং এই ঘটনায় জড়িতদের গ্রেফতার করে বিচারের সম্মুখীন করতে হবে।
সমাজের অন্য নাগরিকদের তুলনায় যেসব নাগরিক তাদের ধর্মবিশ্বাসের কারণে সংখ্যালঘু, তাদের জানমালের সুরক্ষা দিতে হবে এবং তাদের ধর্ম ও সংস্কৃতি চর্চার ক্ষেত্রে তাদের পূর্ণ অধিকার নিশ্চিত করার জন্য সরকারকে বিশেষ ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ বেশ কিছু সুপারিশ করা হয়। নয়া দিগন্ত

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া