adv
৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খালেদার কার্যালয়ের সামনে থেকে পুলিশ-ব্যারিকেড প্রত্যাহার

image_114360_0নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১৫ দিন পর খালেদা জিয়ার কার্যালয়ের সামনে থেকে পুলিশ প্রত্যাহার করা হলো। শুধু  তা-ই নয়, বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে থেকে জলকামান ও ব্যারিকেডও সরিয়ে নেয়া হয়েছে।
রোববার দিবাগত রাত পৌনে ৩টার দিকে পুলিশ ও ব্যারিকেড প্রত্যাহার করা হয়। তবে ৮৬ নম্বর রোডের দুই মাথাতেই পুলিশ মোতায়েন আছে কিন্তু  ব্যারিকেড নেই। উল্লেখ্য, গত ৪ জানুয়ারি থেকেই গুলশান কার্যালয়ে অবরুদ্ধ হয়ে আছেন খালেদা জিয়া। মূল ফটকে তখন থেকেই একাধিকবার তালা লাগানো ও খোলার নাটক করা হয়েছে। যদিও প্রথম থেকেই সেখানে অতিরিক্ত পুলিশ অবস্থান করছে। সর্বশেষ শনিবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে সেখানে তালা লাগানো হয়।
সরকারের পক্ষ থেকে খালেদাকে অবরুদ্ধ করার কথা অস্বীকার করা হলেও কার্যালয় থেকে শুধু নিজ বাসায় যাওয়ার অনুমতি দেয়া হচ্ছে। খালেদা জিয়াও গৃহবন্দি হওয়ার চেয়ে কার্যালয়ে অবরুদ্ধ থাকাকেই বেছে নিয়েছেন।
অপরদিকে, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ৩ জানুয়ারি মধ্যরাত থেকে এখন পর্যন্ত তালাবদ্ধ। সেখানে কোনো নেতাকর্মীকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া