adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের ক্রিকেটারদের বোকা বানিয়েছিলেন ধোনি

স্পাের্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেটের পরশপাথর বলা হয় তাকে। তার ছোঁয়ায় বদলে যায় টিম ইন্ডিয়া। ছিলেন রেলওয়ের টিকিট চেকার, সেখান থেকে হয়ে উঠলেন ভারতের ক্রিকেট ইতিহাসে সেরা অধিনায়ক। অনেকের চোখে বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অধিনায়কও। বলছি মহেন্দ্র সিং ধোনির কথা।

ভারতের পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে রেলওয়ের টিকিট চেকার হিসেবে দায়িত্বরত ছিলেন ধোনি। সেখান থাকা কালিন বাংলা ভাষাটা শিখেছিলেন মাহি। ভাষাটা জানা থাকায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের একবার বোকাও বানিয়েছিলেন।

সম্প্রতি একটি প্রতিষ্ঠানের বাণিজ্যিক দূত হয়ে কলকাতায় যান ধোনি। সেখানে প্রচারণার ফাঁকেও ক্রিকেট, কলকাতার সঙ্গে যোগাযোগ ও বাংলা জানা নিয়ে কথা তিনি। এসময় তার বাংলা ভাষা জানা নিয়ে যে ঘটনার গল্প বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যম সেই ভিডিও এখন ভাইরাল।

সাবেক এই অধিনায়ক বলেন, ‘খড়গপুরে রেলওয়ের চাকরি করার সময় বাংলাটা খুব ভালো বুঝতাম। এখন বললে হয়তো ভুল হতে পারে। তাতে কারও কারও খারাপও লাগতে পারে।’

এরপর বাংলাদেশ ক্রিকেট দলের বিপক্ষে সেই মজার ঘটনা বলেছেন ভারতকে দুই সংস্করণেই বিশ্বকাপ জেতানো অধিনায়ক। ধোনি বলেন, ‘আমরা বাংলাদেশে ম্যাচ খেলছিলাম। আমি ব্যাটিং করছিলাম। আমি যে বাংলা বুঝি, সেটা ওদের জানা ছিল না। উইকেটরক্ষক এক পাশ থেকে চেঁচিয়ে ফাস্ট বোলারকে কিছু একটা বলছিল। আমিও বুঝে ফেলি, কী বল করবে। তো ম্যাচ শেষে ওরা নিজেদের মধ্যে কথা বলছিল। তখন আমার প্রতিক্রিয়া দেখে ওদের অবস্থা-আরে, এ তো বাংলা বুঝতে পারে!’

ধোনির ওই ঘটনাটা শুনে হলরুমে উপস্থিত দর্শকদের মধ্যে হাসির রোল পড়ে যায়। বাংলাদেশের মাটিতে তিন সংস্করণ মিলিয়ে ২০০৪ থেকে ২০১৬ সালের মধ্যে ৩৪ ম্যাচ খেলেছেন ধোনি। জিতেছেন ২৫ ম্যাচ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া