adv
৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ওয়ানডেতে বাংলাদেশকে চ্যালেঞ্জ জিম্বাবুয়ের

জিম্বাবুয়ের অনুশীলন ওয়ানডে সিরিজে তরুণদের দিকে তাকিয়ে জিম্বাবুয়েক্রীড়া প্রতিবেদক : টেস্ট সিরিজের হতাশার কথা মনে রাখতে চায় না জিম্বাবুয়ে। গ্লানি পেছনে ফেলে একদিনের ক্রিকেট সিরিজে ঘুরে দাঁড়াতে চায় জিম্বাবুয়ে। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন দলের কোচ স্টিভেন ম্যানগনগোর।
আজ মঙ্গলবার জিম্বাবুয়ের অনুশীলন শুরুর আগে ম্যানগনগো বলেন, আমাদের সম্পূর্ণ মনোযোগ এখন ওয়ানডে সিরিজের দিকে। আশাকরি, ওয়ানডে সিরিজ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। এই দুই দলের ওয়ানডে সিরিজ সব সময় রোমাঞ্চকর হয়, এবারও তাই হবে।
৩-০ ব্যবধানে টেস্ট সিরিজে বাংলাদেশের স্পিনের জবাব খুঁজে পায়নি জিম্বাবুয়ে। ৪৯ উইকেট নিয়ে স্বাগতিক স্পিনাররাই ব্যবধান গড়ে দেন। কোচ আশাবাদী, ওয়ানডেতে চিত্রটা ভিন্ন হবে। টেস্ট সিরিজে ব্যাটসম্যানদের উন্নতিতে আমি সন্তুষ্ট। বাংলাদেশের স্পিনাররা প্রতিটি ম্যাচেই আমাদের ভুগিয়েছে। তারপরও খুলনা টেস্টে আমরা ৩৬৮ ও চট্টগ্রামে ৩৭৪ রান করেছি। আমরা প্রতিটি ম্যাচেই উন্নতি করছি।
দুই দলের শেষ দুটি ওয়ানডে সিরিজ হয়েছিল জিম্বাবুয়ে।ে গত বছর ২-১ ও ২০১১ সালে ৩-২ ব্যবধানে জেতে স্বাগতিকরা। কোচ জানান, এবার বাংলাদেশে জিততে চান তারা।
জিম্বাবুয়ের সেই দুই সিরিজ এখন অতীত। এটা সম্পূর্ণ নতুন একটা সিরিজ। আমরা নতুন করে শুরু করতে চাই। বাংলাদেশ নিজের শেষে সব সময়ই ভয়ঙ্কর প্রতিপক্ষ।
১৩ বছরের মধ্যে বাংলাদেশে প্রথমবারের মতো সিরিজ জিততে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই জিম্বাবুয়ের উন্নতি করতে হবে বলে মনে করেন দলের কোচ। আমরা কখনো ব্যাটিংয়ে, কখনো বোলিংয়ে ভালো করেছি। জিততে হলে আমাদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই ভালো করতে হবে।
সর্বশেষ ২০০১ সালে বাংলাদেশে ওয়ানডে সিরিজ জিতেছিল জিম্বাবুয়ে। এর পরের পাঁচটি সিরিজেই জিতে স্বাগতিকরা।
 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া