adv
৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

একপায়ে দাঁড়ায় আর গাড়ি চালায় গুগলের রোবট

 

 

 

 

 

 

 

 

আন্তর্জাতিক ডেস্ক : গুগল এবার রোবট বানিয়েছে। নাম অ্যাটলাস। গুগল মালিকানাধিন বস্টন ডায়নামিকস ছয় ফুট ২ ইঞ্চি লম্বা, ৩৩০ পাউন্ড ওজনের এই রোবটেটি বানিয়েছে। 
গোটা শরীরে ২৮টি হায়ড্রোলিকাল জয়েন্ট এই রোবটের। আর বলা হচ্ছে এ যাবত যত রোবট তৈরি হয়েছে তার সবগুলোর চেয়েই সেরা অ্যাটলাস। ফ্লোরিডা ইনস্টিটিউট ফর হিউম্যান অ্যান্ড মেশিন ইন্টারঅ্যাকশন এর লেখা সফটওয়ারের ভিত্তিতে তৈরি রোবটটি।
এই রোবট এক পায়ে দাঁড়াতে পারে, গাড়ি চালাতে পারে। প্রকৃতির বিভিন্ন দিক মাথায় রেখেই রোবটটি বানানো হয়েছে, বললেন এর গবেষক-নির্মাতারা।
Robot-2চিতাবাঘের গতি, ঘোড়ার শক্তি, বানরের কৌশল আর মানুষের বহুমুখীতার দিকগুলো এই রোবট তৈরিতে প্রেরণা হিসেবে কাজ করেছে। ফলে গুগলের তৈরি এই রোবট যেমন ক্ষিপ্র, তেমনি দক্ষ। মানুষ পারে এমন অনেক কিছুই এর রোবট করতে পারবে।
অ্যাটলাস তার একটি পা তুলে রেখে দাঁড়াতে পারে, যে কোনো কিছু মাটি থেকে তুলতে তা বহন করতে পারে, আর হাত ও বা দিয়ে কোন কিছুতে বেয়ে বেয়ে উঠতে পারে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া