adv
৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দাপট দেখিয়ে গাছ কেটে নিলেন আ’লীগ নেতা

ডেস্ক রিপোর্ট : পূজা ও ঈদের দীর্ঘ ছুটিতে সারা দেশের ন্যায় কুমিল্লার চান্দিনা উপজেলাতেও প্রশাসনিক কর্মকাণ্ডে প্রায় স্থবিরতা দেখা দিয়েছে। এ সুযোগে মহাসড়কের ১৪টি গাছ কেটে নিয়ে গেছেন চান্দিনা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম। রোববার উপজেলার চান্দিনা-বাড়েরা সড়কের ডুমুরিয়া এলাকা থেকে ১৪টি শিশু গাছ কেটে নিয়ে যান তিনি। সরেজমিনে বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় মহাসড়কের পাশ থেকে সারিবন্ধ গাছ কেটে নেওয়া হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী নাম প্রকাশে ভীত স্থানীয় এক বাসিন্দা জানান, পৌরসভার বেলাশহর এলাকার বাসিন্দা আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম সকালে ৪ শ্রমিক নিয়ে এসে রাস্তার দুই পাশের ১৪টি গাছ কাটেন। পরে নসিমনে করে গাছগুলো চান্দিনা পশ্চিম বাজারের বাহাদুর স’মিলে নিয়ে যান।

পরে সন্ধ্যায় ওই স’মিলে গিয়ে দেখা যায়, ঈদের বন্ধেও মিলে কাজ চলছে। ভেতরে ওই ১৪টি গাছ তাড়াহুড়ো করে চিরিয়ে কাঠ তৈরির কাজ চলছে। এসব কাঠের আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা। মহাসড়ক থেকে সরকারি গাছ কাটা সম্পর্কে জানতে চাইলে চান্দিনা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বলেন, গাছগুলো মরে গেছে, তাই কেটে এনেছি।
এ বিষয়ে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ ছালেহ্ আহাম্মদ বলেন, খবর পেয়ে তাতক্ষণিকভাবে উপজেলা বন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শিগগিরই এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া