adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশ ছাড়াই বেঁচে আছেন চীনা নারী

www.bonikbartaডেস্ক রিপোর্ট : মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশ ছাড়াই বেঁচে আছেন চীনা নারী। সম্প্রতি চীনের চিকিতসকরা এক বিস্ময়কর নারীর খোঁজ পেয়েছেন। মানুষের কথা বলা এবং অঙ্গপ্রত্যঙ্গের চলাচল নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশবিনেই অনেকটা স্বাভাবিক বেঁচে আছেন তিনি। ২৪ বছর বয়সী এ চীনা নারী কয়েক দিন আগে পেটের ব্যথা ও বমি উপশমের আশায় চিকিতসকের কাছে গিয়েছিলেন। মাথায় সিটিস্ক্যান ও এমআরআই করলে দেখা যায়, তার মস্তিষ্কের সেরিবেলাম নেই। খবর টাইমস অব ইন্ডিয়া।
সেরিবেলামকে ‘ছোট মগজ’ বলা হয়। মানুষ যখন খায়, তখন তার শরীরের প্রয়োজনীয় যেসব পেশি সঞ্চালিত হয়, তাতে এ সেরিবেলামের ভূমিকা থাকে। এমনকি হাঁটা বা দৌড়ানোর সময়ও মস্তিষ্কের এ অংশ প্রধান ভূমিকা রাখে। বিশ্বে এ রকম আটটি ঘটনার নজির রয়েছে বলে জানিয়েছেন চিকিতসকরা।
চীনা এ নারী চার বছর বয়স পর্যন্ত হাঁটতে পারতেন না। সাত বছর বয়স পর্যন্ত অন্যের সহযোগিতায় তিনি হাঁটাচলা করতে পারতেন। এখনো তিনি ধীরে ও খুঁড়িয়ে হাঁটেন। তিনি কখনো দৌড়াননি বা লাফঝাঁপ দেননি। কথাও তার অস্পষ্ট। ছোটবেলা থেকে তার উচ্চারণ জড়িয়ে আসত এবং অনেকটা গোঙানির মতো শোনাত কথাবার্তা। বর্তমানে এ নারীর একটি কন্যাসন্তান রয়েছে।
যুক্তরাষ্ট্রের নর্থ সোর বিশ্ববিদ্যালয়ের নিউরো সার্জারির অধ্যাপক ড. রাজ নারায়ণের মতে, ‘এ ঘটনা থেকে মনে হয় যে তরুণ মস্তিষ্ক অনেক অস্বাভাবিকতায় ধীরে ধীরে অভ্যস্ত হয়ে উঠতে পারে।’ তিনি বলেন, যখন কোনো ব্যক্তি মস্তিষ্কের কোনো অংশ ছাড়া জন্মে বা খুব ছোটবেলায় তা হারায়, তখন বাকি মস্তিষ্ক এ ক্ষতি বা অপূর্ণতা কাটিয়ে উঠতে সহযোগিতা করে। ব:বা

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া